এবছরের শেষেই পাকিস্তানে খেলতে যাচ্ছে বিশ্ব একাদশ
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছিলেন, এবার তাঁদের দেশে যেন ক্রিকেট ফেরে। ২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বাসে জঙ্গি হামলা হওয়ার পর থেকে পাকিস্তানে গিয়ে আর কোনও দেশ খেলেনি। পাকিস্তানকে সব আন্তর্জাতিক ম্যাচই খেলতে হয়েছে অন্য দেশে গিয়ে। দু'বছর আগে অবশ্য ব্যতিক্রমীভাবে জিম্বাবোয়ে সে দেশে গিয়েছিল ছোট্ট সফরে। তবে, এবার পাকিস্তানের ক্রিকেটের পক্ষে সুখবর। খোদ আইসিসি চাইছে, এ বছরের শেষে একটি বিশ্ব একাদশ দল পাঠাতে পাকিস্তানে। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচ খেলবে বিশ্ব একাদশ দল।
ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছিলেন, এবার তাঁদের দেশে যেন ক্রিকেট ফেরে। ২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বাসে জঙ্গি হামলা হওয়ার পর থেকে পাকিস্তানে গিয়ে আর কোনও দেশ খেলেনি। পাকিস্তানকে সব আন্তর্জাতিক ম্যাচই খেলতে হয়েছে অন্য দেশে গিয়ে। দু'বছর আগে অবশ্য ব্যতিক্রমীভাবে জিম্বাবোয়ে সে দেশে গিয়েছিল ছোট্ট সফরে। তবে, এবার পাকিস্তানের ক্রিকেটের পক্ষে সুখবর। খোদ আইসিসি চাইছে, এ বছরের শেষে একটি বিশ্ব একাদশ দল পাঠাতে পাকিস্তানে। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচ খেলবে বিশ্ব একাদশ দল।
আরও পড়ুন পোর্ট অফ স্পেনে প্রথম একদিনের ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে
আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ কোথায় কোথায় হবে এবং কবে কবে হবে, সবকিছুই পরে জানিয়ে দেওয়া হবে। তবে, আইসিসি যখন এমন চেষ্টা করছে, তাতে খুশির হাওয়া পাকিস্তান ক্রিকেটে। বিশ্ব একাদশ মানে সব তারকা ক্রিকেটাররা খেলতে যাবেন সে দেশে। পাকিস্তান যদি ওই সিরিজ সুষ্ঠুভাবে আয়োজন করতে পারে, তাহলে হয়তো আবার নিয়মিতভাবেই ক্রিকেট ফিরবে সে দেশে।
আরও পড়ুন ইংল্যান্ডকে দ্বিতীয় টি২০ ম্যাচে তিন রানে হারাল দক্ষিণ আফ্রিকা