ICC Awards: বর্ষসেরার স্বীকৃতি পেলেন Smriti Mandhana ও Shaheen Afridi
দুরন্ত পারফরম্যান্সের প্রতিদান পেলেন স্মৃতি মন্ধনা ও শাহিন শাহ আফ্রিদি।
নিজস্ব প্রতিবেদন: গতবছরেও দুরন্ত ফর্মে ছিলেন ভারতের স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্ববন্দিত ওপেনারকে আইসিসি বেছে নিয়েছে বর্ষসেরা ক্রিকেটার হিসাবে (Women's Cricketer of The Year award for 2021)। ২০২১ সালে মেয়েদের মধ্যে সেরার সেরা হয়েছেন ২৫ বছরের মুম্বইকর। স্মৃতি দেশের জার্সিতে ২২টি আন্তর্জাতিক ম্যাচে ৮৫৫ রান করেছেন ৩৮.৮৬-এর গড়ে। একটি শতরান ও পাঁচটি অর্ধ-শতরান রয়েছে তাঁর ঝুলিতে।
(@ICC) January 24, 2022
(@ICC) January 24, 2022
আরও পড়ুন: ICC Awards: ব্য়াট শাসনে বর্ষসেরা Joe Root, Babar Azam, Mohammad Rizwan
আইসিসি-র বর্ষসেরায় দাপট দেখিয়েছেন এবার পাকিস্তানের ক্রিকেটাররা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সেরার মুকুট উঠেছে (2021 ICC ODI Cricketer of the Year) সেরার মুকুট উঠেছে পাক ক্যাপ্টেন বাবর আজমের মাথায়। টি-২০ ফর্ম্যাটে (2021 ICC Men's T20I Cricketer of the Year) আন্তর্জাতিক আঙিনা দাপিয়ে সেরার সেরা হয়েছেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। এবার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন (Men's Cricketer of The Year award for 2021) তরুণ পাক পেসার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi)। তাঁর আগুনে গতি ও সুইংয়ে মোহতি হয়েছে বাইশ গজ। ৩৬টি আন্তর্জাতিক ম্য়াচে তিনি মোট ৭৮টি উইকেট নিয়েছেন ২২.২০-এর গড়ে। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ছিল ৬/৫১।