সচিনের থেকে লারা ঠিক কোন জায়গায় আলাদা! জানালেন ম্যাকগ্রা

এমন কঠিন প্রশ্নের সামনে পড়ে ম্যাকগ্রাকে এবার অসহায় দেখাল।

Updated By: Feb 28, 2020, 06:25 PM IST
সচিনের থেকে লারা ঠিক কোন জায়গায় আলাদা! জানালেন ম্যাকগ্রা

নিজস্ব প্রতিবেদন : সচিন তেন্ডুলকর। ব্রায়ান লারা। এই দুই কিংবদন্তি ব্যাটসম্যানের পাশে একজন লেজেন্ডারি বোলার-এর নামও উজ্জ্বল থাকত। গ্লেন ম্যাকগ্রা। সচিন, লারার মতো কিংবদন্তিদের তিনি একটা সময় শাসন করেছেন। আবার কখনও ম্য়াকগ্রাকে অসহায় দেখাত এই দুই কিংবদন্তি ব্যাটসম্যানের সামনে। ক্রিকেটভক্তরা কিন্তু এই প্রতিযোগিতা উপভোগ করতেন। ক্রিকেটে এখন সচিন, লারা, ম্যাকগ্রা নেই। তবে আজও যেন সমর্থকরা তাঁদের মুখে পুরনো গল্প শুনতে চান। সচিন, লারা, ম্যাকগ্রার কথা উঠলে এখনও নস্ট্যালজিক হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীরা।

সচিন ও লারা, এই দুই ব্যাটিং জিনিয়াস-এর মধ্যে কাকে বোলিং করাটা কঠিন ছিল! এমন কঠিন প্রশ্নের সামনে পড়ে ম্যাকগ্রাকে এবার অসহায় দেখাল। সচিন আর লারার মধ্যে একজনকে বেছে নেওয়া যে কোনও বোলারের পক্ষেই বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক ক্রিকেটে ৯৪৯ উইকেটের মালিক তিনি। তবে এমন প্রশ্নের সামনে পড়ে ম্যাকগ্রা কিছুটা টলে গেলেন। অনেক ভেবে-চিন্তে শেষমেশ বললেন, ''ব্রায়ান লারা। আমি হয়তো ওকে ১৫ বারের মতো আউট করেছি। তবে সেই সময় অস্ট্রেলিয়ার দলের বিরুদ্ধে ওর সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি দুটোই রয়েছে। আমি ও ওয়ার্ন, দুজনে মিলে ওকে আউট করার চেষ্টা করতাম। কিন্তু ও অনেকবারই আমাদের সামলে দিত।''

আরও পড়ুন-  ক্রাইস্টচার্চে মরণ-বাঁচন লড়াই ভারতের, সিরিজ বাঁচাতে মরিয়া কোহলিরা

সচিনের থেকে লারা কোন জায়গায় আলাদা! ম্য়াকগ্রার বক্তব্য, ''লারা ভয়ডরহীন। সচিন ভাল ব্যাটসম্যান। তবে লারা কখন যে চালিয়ে খেলবে তা আন্দাজ করা কঠিন হয়ে যেত। নিজের দিনে লারা অভাবনীয় কিছু করে ফেলতে পারত।'' উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩১টি টেস্টে নটি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরির সৌজন্যে লারা করেছেন ২৮৫৬ রান। অপরদিকে অজিদের বিরুদ্ধে ৩৯টি টেস্ট খেলে ১১টি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরির সৌজন্যের সচিনের ব্যাট থেকে এসেছে ৩৬৩০ রান।

.