মজিদের দেশের ওমিদ এবার লালহলুদে, চুক্তি দু’বছরের

লালহলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ইরানের ওমিদ সিং এর সঙ্গে তাদের দু বছরের চুক্তি হয়েছে। উইং ছাড়াও খেলতে পারেন ফুল ব্যাকে

Updated By: Apr 6, 2020, 06:33 PM IST
মজিদের দেশের ওমিদ এবার লালহলুদে, চুক্তি দু’বছরের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আগামী মরসুমে আই লিগ নাকি আইএসএল কোনটি খেলবে? সেটা এখন চূড়ান্ত নয়। তবে সূত্রের খবর আইএসএল খেলতে মরিয়া ইষ্টবেঙ্গল। শোনা যাচ্ছে ওড়িশা এফ সির সঙ্গে গাঁটছড়া বাঁধা প্রায় নিশ্চিত। তাই লকডাউনের মধ্যেই দলবদলে চমক দিল লালহলুদ । আশির বাদশা মজিদের দেশের  উইঙ্গার ওমিদ সিং কে সই করাল ইষ্টবেঙ্গল ।

লালহলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ইরানের ওমিদ সিং এর সঙ্গে তাদের দু বছরের চুক্তি হয়েছে। উইং ছাড়াও খেলতে পারেন ফুল ব্যাকে। বর্তমানে ইরানে প্রিমিয়ার ডিভিশনের ক্লাব সোলেমান  এফ সির  ফুটবলার। এই দলের হয়ে ৬৭টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন পাঁচটি। ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন শুধু পরিসংখ্যান দিয়ে ওমিদকে বিচার  করা  ঠিক হবে না। শনিবারই ইষ্টবেঙ্গলের সঙ্গে দু’বছরের চুক্তি  করেছেন  ওমিদ সিং।

আরও পড়ুন- করোনা মোকাবিলায় কোটি টাকার সাহায্য ভারতীয় অলিম্পিক সংস্থার

উনত্রিশ বছর বয়সী ওমিদ ভারতীয় বংশোদ্ভূত। বাবা পঞ্জাবি। মা ইরানের বাসিন্দা। গত বছর ভারতের জাতীয় দলের জার্সি গায়ে  খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সুনীলদের কোচ ইগর স্টিম্যাচও আগ্রহ ছিলেন তাঁকে দলে নিতে। কিন্তু নাগরিকত্বের গেরোয় তা সম্ভব হয়নি। দেখা যাক এবার সেই আশাপূরণ হয় কিনা  ওমিদের।

.