EURO 2020: শেষ ষোলোর লড়াইয়ে Wales vs Denmark ও Italy vs Austria, জানুন বিস্তারিত
কয়েক ঘণ্টার মধ্যে শুরু হচ্ছে 'রাউন্ড অফ সিক্সটিন'।
নিজস্ব প্রতিবেদন: ইউরো কাপের গ্রুপ পর্যায়ের খেলা শেষ । রোমের স্টেডিয়ো অলিম্পিকোতে তুরস্ক বনাম ইটালি ম্যাচ দিয়ে গত ১১ জুন পর্দা উঠেছিল ইউরোর। গত ১২ দিন ধরে ২৪ দলের খেলা চলল মোট ৬টি গ্রুপ মিলিয়ে। ৮টি দল টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেল। এবার খেলা হবে ১৬ দলের মধ্যে। সেখান থেকে আবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ৮টি টিম। শনিবার অর্থাৎ আজ আর কয়েক ঘণ্টার মধ্যে শুরু হচ্ছে 'রাউন্ড অফ সিক্সটিন'। প্রথম ম্যাচে মুখোমুখি ওয়েলস বনাম ডেনমার্ক (Wales vs Denmark), দ্বিতীয় ম্যাচে সম্মুখ সমরে ইটালি বনাম অস্ট্রিয়া (Italy vs Austria)
The round of 16 starts today! Who'll go through?
#EUROfixtures @bookingcom #EURO2020
(@EURO2020) June 26, 2021
আরও পড়ুন:UEFA EURO 2020: Ronaldo তাঁর রেকর্ডে ভাগ বসিয়েছেন! উচ্ছ্বসিত Ali Daei করলেন ভূয়সী প্রশংসা
ওয়েলস বনাম ডেনমার্ক ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে রাত ৯টা ৩০ মিনিটে। খেলা হবে আমস্টারডামের জোহান ক্রুয়েফ এরিনায়। এই ম্যাচ শেষ হওয়ার পরেই লন্ডলের ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু ইটালি বনাম অস্ট্রিয়া ম্যাচ। ভারতীয় সময়ে এই ম্যাচ দেখা যাবে রাত ১২টা ৩০ মিনিটে। ওয়েলস বনাম ডেনমার্ক ম্যাচটি সম্প্রচার করবে Sony Ten 2 SD ও HD, Sony Ten 3 SD ও HD। ইটালি বনাম অস্ট্রিয়া ম্যাচের সম্প্রচার করবে Sony Ten 2 SD ও HD, Sony Ten 3 SD ও HD।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)