আইপিএল থেকে আম্পায়ার এবং ম্যাচ রেফারিরা কত টাকা রোজগার করেন জানুন

আইপিএল শুধুই বিনোদন উত্পাদন করে না। আইপিএল থেকে সবাই অনেক অনেক টাকা রোজগারও করেন। আইপিএল থেকে শুধু ক্রিকেটাররাই অনেক অনেক টাকা রোজগার করেন না। এই প্রতিযোগিতা থেকে আম্পায়ার এবং ম্যাচ রেফারিরাও প্রচুর টাকা রোজগার করেন।

Updated By: Jul 12, 2016, 12:33 PM IST
 আইপিএল থেকে আম্পায়ার এবং ম্যাচ রেফারিরা কত টাকা রোজগার করেন জানুন

ওয়েব ডেস্ক: আইপিএল শুধুই বিনোদন উত্পাদন করে না। আইপিএল থেকে সবাই অনেক অনেক টাকা রোজগারও করেন। আইপিএল থেকে শুধু ক্রিকেটাররাই অনেক অনেক টাকা রোজগার করেন না। এই প্রতিযোগিতা থেকে আম্পায়ার এবং ম্যাচ রেফারিরাও প্রচুর টাকা রোজগার করেন।

আরও পড়ুন রূপকথার রাজা রোনাল্ডোর গল্প যেভাবে বুড়ো বয়সে নাতিদের কাছে করবেন

এ বছরের আইপিএল থেকেই আম্পায়ার সিকে নন্দন, অনিল চৌধুরি, সি শামসুদ্দিনরা ৪০ লক্ষ টাকা করে রোজগার করেছেন! অন্য আম্পায়ার কে এন অনাথপদ্মনাভন রোজগার করেছেন প্রায় ২৭ লক্ষ টাকা! সেখানে প্রাক্তন ভারতীয় বোলার জাভাগল শ্রীনাথ এবারের আইপ্এল থেকে রোজগার করেছেন ২৬ লক্ষ টাকা। তিনি এই টাকায় আয় করেছেন ম্যাচ রেফারি হিসেবে। বিসিসিআই অন্তত শুধু ক্রিকেটারদেরই প্রাপ্য অর্থ দিচ্ছে তাই নয়, বরং অনেক বেশি টাকা রোজগার করছেন আম্পায়ার এবং ম্যাচ রেফারিরাও। যেটা তারিফযোগ্য তো বটেই।

আরও পড়ুন  এই ১০টা তথ্য না জানলে আপনার হয়তো গোটা ইউরোটাই না বোঝা থেকে যাবে

.