নায়ক শ্রীজেশের হাত ধরে আজলান শাহ হকিতে ভরতের ব্রোঞ্জ জয়

গোলের নিচে শ্রীজেশের দুরন্ত পারফরম্যান্সের হাত ধরে আজলান শাহ হকিতে ব্রোঞ্জ পেল ভারত। গত বছর এশিয়ান গেমসে শ্রীজেশের হাত ধরেই দীর্ঘ দিন পর সোনা জিতেছিল ভারতীয় হকি দল। রবিবার কোরিয়ার বিরুদ্ধে আরও এবার জ্বলে উঠলেন শ্রীজেশ। নির্ধারিত সময়  ফল ২-২ থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউট পর্যন্ত। শুট আউটে ভারত ৪ টি গোল করে। কোরিয়ার দুটো শট বাঁচান শ্রীজেশ। তখনই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ভারত জেতে ৪-১ গোলে। ভারতীয় দলের নয়া কোচ পল ভ্যান অ্যাসের এটাই প্রথম ছিল টুর্নামেন্ট। দলের সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত কোচ পল ভ্যান।

Updated By: Apr 12, 2015, 11:46 PM IST
নায়ক শ্রীজেশের হাত ধরে আজলান শাহ হকিতে ভরতের ব্রোঞ্জ জয়

ওয়েব ডেস্ক:গোলের নিচে শ্রীজেশের দুরন্ত পারফরম্যান্সের হাত ধরে আজলান শাহ হকিতে ব্রোঞ্জ পেল ভারত। গত বছর এশিয়ান গেমসে শ্রীজেশের হাত ধরেই দীর্ঘ দিন পর সোনা জিতেছিল ভারতীয় হকি দল। রবিবার কোরিয়ার বিরুদ্ধে আরও এবার জ্বলে উঠলেন শ্রীজেশ। নির্ধারিত সময়  ফল ২-২ থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউট পর্যন্ত। শুট আউটে ভারত ৪ টি গোল করে। কোরিয়ার দুটো শট বাঁচান শ্রীজেশ। তখনই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ভারত জেতে ৪-১ গোলে। ভারতীয় দলের নয়া কোচ পল ভ্যান অ্যাসের এটাই প্রথম ছিল টুর্নামেন্ট। দলের সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত কোচ পল ভ্যান।

.