ব্রাজিল যাওয়া সহজ মনে হচ্ছে মেসিদের
উগো শাভেজের দেশের বিরুদ্ধে সহজ জয় পেল আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাইপর্বে ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়ে মেসিরা ব্রাজিলের দিকে এক পা বাড়িয়ে রাখল। গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলের ফলে ৩-০ গোলে জয় পেল আর্জেন্টিনা। মেসিও পেনাল্টি থেকে গোল করলেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে মহাদেশীয় লড়াইয়ে আর্জেন্টিনা এখন সবার আগে।
আর্জেন্টিনা (৩) ভেনেজুয়েলা (০)
উগো শাভেজের দেশের বিরুদ্ধে সহজ জয় পেল আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাইপর্বে ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়ে মেসিরা ব্রাজিলের দিকে এক পা বাড়িয়ে রাখল। গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলের ফলে ৩-০ গোলে জয় পেল আর্জেন্টিনা। মেসিও পেনাল্টি থেকে গোল করলেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে মহাদেশীয় লড়াইয়ে আর্জেন্টিনা এখন সবার আগে।
১০ ম্যাচ খেলে আর্জেন্টিনার পয়েন্ট এখন ২৩। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে চারটি দেশ সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে। এই মুহূর্তে গ্রুপে পয়েন্ট তালিকায় প্রথম চারটি দেশ হল আর্জেন্টিনা (২৩), কলম্বিয়া (১৯), ইকুয়েডর ( ১৭), উরুগুয়ে (১৩)
ম্যাচের ২৯ মিনিটের মাথায় প্রথম গোলটি আসে হিগুয়েনের পা থেকে। প্রথমার্ধের শেষের মুহূর্তেই পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি আসে আর্জেন্টিনার। এই গোলটি করেন লিওনেল মেসি। এরপর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে দলের তৃতীয় গোল এবং নিজের দ্বিতীয় গোলটি করেন হিগুয়েন। ভেনেজুয়েলার পক্ষ থেকেও আর্জেন্টিনার গোলে বল জড়ানোর সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেননি রোমুলা ওটেরো।