কলকাতায় ফিরছে ফুটবল ...আই লিগ আর দ্বিতীয় ডিভিশন আই লিগ কোয়ালিফায়ারের দায়িত্ব পেল IFA

অক্টোবরের শুরুতে অথবা পুজোর পর হতে পারে দ্বিতীয় ডিভিশন আই লিগের কোয়ালিফায়ার। 

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 14, 2020, 09:23 PM IST
কলকাতায় ফিরছে ফুটবল ...আই লিগ আর দ্বিতীয় ডিভিশন আই লিগ কোয়ালিফায়ারের দায়িত্ব পেল IFA
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  কোভিড পরবর্তী সময়ে ভারতে ফিরছে ফুটবল। সরকারিভাবে আই লিগ আর দ্বিতীয় ডিভিশন আই লিগ কোয়ালিফায়ার আয়োজনের দায়িত্ব পেল আইএফএ। শুক্রবার লিগ কমিটির বৈঠকে এ ব্যাপারে সিলমোহর পড়ে।

অক্টোবরের শুরুতে অথবা পুজোর পর হতে পারে দ্বিতীয় ডিভিশন আই লিগের কোয়ালিফায়ার।  কল্যাণী, বারাসাত অথবা কিশোরভারতী স্টেডিয়ামের মধ্যে যে কোনও একটা মাঠে হবে কোয়ালিফায়ার ম্যাচগুলো।  তিনটে মাঠই তৈরি রাখছে রাজ্য ফুটবল সংস্থা। পরিদর্শনের পর একটা মাঠ চূড়ান্ত করবে ফেডারেশন। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরই দ্বিতীয় ডিভিশন আই লিগের দিনক্ষণ চূড়ান্ত হবে।

নভেম্বরের শেষে কলকাতাতেই বসবে আই লিগের আসর। আইএসএল এর মতোই আই লিগ আর দ্বিতীয় ডিভিশন আই লিগের দলগুলোর জন্য কড়া এসওপি তৈরি করছে এআইএফএফ। যেমন কলকাতার দল হওয়া সত্বেও হোটেলেই থাকতে হবে মহমেডান আর ভবানীপুরকে। অনুশীলন আর ম্যাচ ছাড়া হোটেলের বাইরে যেতে পারবেন না ফুটবলাররা। দেখা করতে পারবেন না বাইরের কারোর সঙ্গে। এমনকি সাংবাদিক সম্মেলন না করারও ভাবনা চিন্তা করছে এআইএফএফ।

আরও পড়ুন - করোনা পরবর্তী ইংল্যান্ড সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া

.