জুটিতে লুটি! অজিদের বিরুদ্ধে রেকর্ড হার্দিক-জাদেজা জুটির
ব্যাট হাতে বাইশ গজে জ্বলে উঠলেন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা জুটি।
নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ক্যানবেরার মানুকা ওভালে ব্যাট হাতে বাইশ গজে জ্বলে উঠলেন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা জুটি। ষষ্ঠ উইকেটে ঝড় তুললেন তাঁরা। ১০৮ বলে ১৫০ রান তোলে এই জুটি। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ করে ফেললেন এই ভারতীয় জুটি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ষষ্ঠ উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপের রেকর্ড ছিল এতদিন সদাগোপান রমেশ এবং রবিন সিং জুটির। ১৯৯৯ সালে কলোম্বোতে ১২৩ রান করেছিলেন সেই জুটি।
বুধবার মানুকা ওভাল ১৫২ রানে পাঁচ উইকেট পড়ে যায় ভারতের। সেখান থেকেই হার্দিক-জাদেজা জুটি ভারতের রানকে তিনশোর ওপরে তুলে নিয়ে গেলেন। পৌঁছে দেন ৩০২ রানে। ৭৬ বলে ৯২ রানের অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ৫০ বলে ৬৬ নট আউট থাকলেন স্যার জাদেজা।
Highest ODI partnership for the sixth wicket or lower in Australia
Take a bow, Hardik Pandya and Ravindra Jadeja #AUSvIND pic.twitter.com/eTrV8Xq541
— ICC (@ICC) December 2, 2020
তবে ষষ্ঠ উইকেট জুটিতে একদিনের ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ স্টুয়ার্ট বিনি ও আম্বাতি রায়াডু জুটির। ২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০৭ রান করেছিলেন সেই জুটি।
আরও পড়ুন - সচিনের রেকর্ড ভেঙে বিশ্বে দ্রুততম ১২,০০০ রান বিরাট কোহলির