Harbhajan Singh: মাঠে ফিরছেন হরভজন সিং, খেলবেন অইন মর্গ্যানদের সঙ্গে

 লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম সংস্করণে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন।

Updated By: Jul 14, 2022, 06:14 PM IST
Harbhajan Singh: মাঠে ফিরছেন হরভজন সিং, খেলবেন অইন মর্গ্যানদের সঙ্গে
হরভজন সিং ফের নামছেন মাঠে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন ভারতীয় অফ-স্পিনার হরভজন সিং (Harbhajan Singh) ফিরছেন মাঠে। কিংবদন্তি স্পিনার সেপ্টেম্বরে খেলবেন লেজেন্ডস লিগ ক্রিকেটের (Legends League Cricket) দ্বিতীয় সংস্করণ। ১১০ জন প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag), ইরফান পাঠান ( Irfan Pathan) ও ইউসুফ পাঠান (Yusuf Pathan), ব্রেট লি (Brett Lee), মুথাইয়া মুরলীথরনের (Muttiah Muralitharan) মতো প্রাক্তন মহারথীরা। খেলবেন প্রাক্তন বাংলাদেশের ক্যাপ্টেন মাশরাফি মোর্তাজা (Mashrafe Mortaza) ও ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অইন মর্গ্যান (Eoin Morgan)।

হরভজন বলছেন, "মাঠে ফিরতে পারছি ভেবেই আমি অত্যন্ত রোমাঞ্চিত। বিশ্বের তাবড় কিংবদন্তিরা এই ম্যাচে খেলবেন। সেপ্টেম্বরে মাঠে নামার জন্য় মুখিয়ে আছি।" ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার লেন্ডি সিমন্স, দীনেশ রামদিনরাও খেলবেন। লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম সংস্করণে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন। বিশ্বের অনান্য প্রান্তের প্রাক্তনরাও খেলেছিলেন এই লিগে। গত বছর ডিসেম্বরেই বাইশ গজকে আলবিদা বলেছিলেন হরভজন । ২৩ বছরের বর্ণাঢ্য ক্রিকেট কেরিয়ার থেকে সন্ন্যাস নেওয়ার পর পঞ্জাব পুত্তর শুরু করেছেন কেরিয়ারের দ্বিতীয় ইনিংস।  আম আদমি পার্টির সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হয়েছেন তিনি।  
 
২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন হরভজন। শেষ একদিনের ম্যাচও খেলেছিলেন ২০১৫ সালেই। ২০১৬ সালে দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরশাহি। ১০৩টি টেস্টে তাঁর ৪১৭টি উইকেট রয়েছে। ২৩৬টি একদিনের আন্তর্জাতিকে হরভজনের উইকেট সংখ্যা ২৬৯। ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন ভাজ্জি। দেশের হয়ে খেলা ছাড়াও আইপিএল-এর একাধিক দলে তাঁকে দেখা গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সেই আইপিএলের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন ভাজ্জি। আইপিএল-এ হরভজন ম্যাচ খেলেছেন ১৬০টি, উইকেটের সংখ্যা ১৫০। সেরা বোলিং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৮ রানে ৫ উইকেট। ২০১৩ সালের আইপিএল-এ ১৯ ম্যাচে ২৪ উইকেট পান। ২০১৫ সালের আইপিএল-এ ১৮টি, ২০১০ সালের আইপিএলে ১৭টি এবং ২০১১ ও ২০১৪ সালের আইপিএল-এ ১৪টি করে উইকেট দখল করেন। 

২০০৮ থেকে ২০১৯ সালের আইপিএল অবধি টানা খেললেও ব্যক্তিগত কারণে ২০২০ সালে মাঠে নামতে চাননি। গতবছর আইপিএল-এর প্রথমার্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি তিনটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেললেও কোনও উইকেট পাননি তিনি। এরপর সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে তাঁকে কোনও ম্যাচ খেলায়নি নাইট টিম ম্যানেজমেন্ট।  

আরও পড়ুন: Sourav Ganguly: পরপর বিশ্বকাপ ভারতের! রোহিতদের কোন জায়গায় দেখছেন সৌরভ?

আরও পড়ুনSourav Ganguly | Virat Kohli: 'রাজা'র ব্যাটে দীর্ঘ নীরবতা! মুখ খুললেন 'মহারাজ'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta A)

.