আজ জন্মদিন ইংরেজ ক্রিকেটার জো রুটের

আজ জন্মদিন ইংরেজ ক্রিকেটার জো রুটের। ১৯৯০ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন জো রুট। আর মাত্র ২৬ বছর বয়সেই তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। ঠিক এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বাঁছতে বসলে, অবশ্যই আলোচনায় চলে আসবে রুটের নাম। চলতি ২০১৬ বছরটাও দুর্দান্ত গেল রুটের।

Updated By: Dec 30, 2016, 10:11 AM IST
আজ জন্মদিন ইংরেজ ক্রিকেটার জো রুটের

ওয়েব ডেস্ক: আজ জন্মদিন ইংরেজ ক্রিকেটার জো রুটের। ১৯৯০ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন জো রুট। আর মাত্র ২৬ বছর বয়সেই তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। ঠিক এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বাঁছতে বসলে, অবশ্যই আলোচনায় চলে আসবে রুটের নাম। চলতি ২০১৬ বছরটাও দুর্দান্ত গেল রুটের।

আরও পড়ুন অরুণাচল প্রদেশে রাজনৈতিক সঙ্কট, মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকে করা হল সাসপেন্ড

টেস্ট তো বটেই, সীমীত ওভারের ক্রিকেটও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রুট। উপমহাদেশে তেমন খেলার অভিজ্ঞতা না থাকলেও, এবার ভারতে এসে ভালো পারফর্ম করেছেন রুট। আগামী দিনে অ্যালিস্টার কুক পরবর্তীতে রুটই সম্ভাবত ইংল্যান্ড দলের অধিনায়ক হবেন। এই কথা বলেছেন স্বয়ং কুকও। বর্তমান ইংরেজ অধিনায়ক বলেছেন, অধিনায়কত্বের জন্য তৈরি রুট।

আরও পড়ুন  শিশু অধিকার সুরক্ষিত করতে নড়েচড়ে বসেছে কেন্দ্র

.