কুমার সঙ্গাকারা ৩৮
আজ ২৭ অক্টোবর। আর এই দিনটার মানে শ্রীলঙ্কার মানুষের কাছে সব থেকে গর্বের দিনগুলোর মধ্যে অন্যতম তো বটেই। দ্বীপরাষ্ট্রের ক্রিকেটে সবথেকে বড় দুটো গর্ব। এক, ১৯৯৬ সালে একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয়। আর দুই, কুমার সঙ্গাকারা। হ্যাঁ, অস্ট্রেলিয়ার ডন ব্যাডম্যান থাকলে, ভারতের সচিন থাকলে, তাদেরও যে কুমার সঙ্গাকারা আছে। আজ কুমার সঙ্গাকারা পা দিলেন আটত্রিশে।
ওয়েব ডেস্ক: আজ ২৭ অক্টোবর। আর এই দিনটার মানে শ্রীলঙ্কার মানুষের কাছে সব থেকে গর্বের দিনগুলোর মধ্যে অন্যতম তো বটেই। দ্বীপরাষ্ট্রের ক্রিকেটে সবথেকে বড় দুটো গর্ব। এক, ১৯৯৬ সালে একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয়। আর দুই, কুমার সঙ্গাকারা। হ্যাঁ, অস্ট্রেলিয়ার ডন ব্যাডম্যান থাকলে, ভারতের সচিন থাকলে, তাদেরও যে কুমার সঙ্গাকারা আছে। আজ কুমার সঙ্গাকারা পা দিলেন আটত্রিশে।
আজ জন্মদিনে জেনে নিন সাঙ্গার ক্রিকেট কেরিয়ারের পাঁচ তথ্য-
১)সচিন তেন্ডুলকরের পর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর থেকে বেশি রান কেউ কখনও করেনি।সংখ্যাটা ২৮,০১৬
২) কুমার সঙ্গাকারার টেস্ট রান ১২,৪০০
৩)কুমার সঙ্গাকারার একদিনের ক্রিকেটে রান ১৪,২৩৪।
৪) একদিনের ক্রিকেটে উইকেট কিপার কুমার সঙ্গাকারার শিকার ৫০১!
৫) টেস্টে ডাবল সেঞ্চুরির সংখ্যা ১১। ডন ব্র্যাডম্যানের থেকে একটা কম।