জন্মদিনে জেনে নিন কেন রাহুল দ্রাবিড়ের ডাকনাম জ্যামি

ওয়েব ডেস্ক: আজ ১১ জানুয়ারি। ১৯৭৩ সালের ১১ জানুয়ারি জন্ম হয় ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল রাহুল দ্রাবিড়ের। আজ তাঁর ৪৩তম জন্মদিনে জেনে নিন রাহুল দ্রাবিড় সম্পর্কে কয়েকটি অজানা তথ্য।

১) রাহুল দ্রাবিড়ের বাবা কিসান জ্যাম কোম্পানিতে চাকরি করতেন। সেইজন্যই রাহুল দ্রাবিড়ের ডাক নাম হয়ে যায় জ্যামি। পড়ে অবশ্য এই কোম্পানির বিজ্ঞাপনেও দেখা যায় রাহুল দ্রাবিড়কে।

২) রাহুল দ্রাবিড়কে বেশিরভাগ মানুষই মনে করেন যে তিনি টেস্ট ব্যাটসম্যান। কিন্তু ১৯৯৯ সালের বিশ্বকাপে তিনি ৪৬১ রান করেন। ওটাই ছিল সেই বিশ্বকাপের সর্বোচ্চ রান।

৩) ২০০৪-০৫ সালে সানিয়া মির্জা এবং যুবরাজ সিংকে টপকে রাহুল দ্রাবিড় দেশের সেক্সিয়েস্ট স্পোর্টস পার্সোনালিটি নির্বাচিত হন।

৪) রাহুল দ্রাবিড় দেশের হয়ে মাত্র একটিই টি-২০ ম্যাচ খেলেছিলেন ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্যাচে তিনি ৩১ রান করেছিলেন।

৫) রাহুল দ্রাবিড়ের সম্মানেই বেঙ্গালুরুর স্কুল ক্রিকেটে এখন জ্যামি কাপের আয়োজন করা হয়। ম্যান অফ দ্য ম্যাচকে পুরস্কার দেওয়া হয় জ্যামি অফ দ্য ডে!

 

English Title: 
happy birth day rahul dravid
News Source: 
Home Title: 

জন্মদিনে জেনে নিন কেন রাহুল দ্রাবিড়ের ডাকনাম জ্যামি

 জন্মদিনে জেনে নিন কেন রাহুল দ্রাবিড়ের ডাকনাম জ্যামি
Yes
Is Blog?: 
No
Section: