WATCH: ৪৩ বলে ১৯৩*, স্ট্রাইক রেট ৪৪৯! মাথা ঘুরছে বাইশ গজের...

Hamza Saleem Dar Creates T10 World Record By Scoring 193 Runs In 43 Balls: স্প্যানিশ ব্য়াটার তাণ্ডব করলেন মাঠে, তাঁর 'ধ্বংসলীলা'য় লেখা হল ক্রিকেটে ইতিহাস।  

Updated By: Dec 8, 2023, 06:34 PM IST
WATCH: ৪৩ বলে ১৯৩*, স্ট্রাইক রেট ৪৪৯! মাথা ঘুরছে বাইশ গজের...
হাজমার ঐতিহাসিক ইনিংসে বিশ্বরেকর্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিরোনাম পড়ে নিশ্চয়ই আপনার মাথা ঘুরছে? ঘোরারই কথা। কারণ বাইশ গজে এবার যা ঘটে গেল, তা অতীতে কখনও ঘটেনি। বাঁ-হাতি ব্য়াটার হামজা সেলিম দার ( Hamza Saleem Dar) ৪৩ বলে ১৯৩ রানের অপরাজিত ইনিংস খেলে বিশ্বরেকর্ড করলেন। ইতিহাস লিখলেন টি টেন ক্রিকেট (T10)। সাক্ষী থাকল স্পেনের ইউরোপিয়ান ক্রিকেট সিরিজ (European Cricket Series, ECS)। গত ৫ ডিসেম্বর ফুটবলের দেশে ক্রিকেটের বিশ্বরেকর্ড হল। কাতালুনিয়া জাগুয়ার (Catalunya Jaguar ,CJG) বনাম সোহাল হসপিটালেটের (Sohal Hospitalet, SOH) ম্য়াচে সব তালগোল পাকিয়ে দিলেন হামজা। 

আরও পড়ুন: Goalkeeper Subrata Paul Retire: গ্লাভস জোড়া তুলে রাখলেন সোদপুরের মিষ্টু! ফুটবলকে গুডবাই বললেন 'স্পাইডারম্যান'

টস জিতে কাতালুনিয়া জাগুয়ার প্রথমে ব্য়াট করে। ১০ ওভারে তারা তুলে ফেলে ২৫৭ রান। এত রান টি ২০ ক্রিকেটেও হয় না। এই বিরাট রানের নেপথ্য়ে দুই নাম। মূলত হামজা, তবে ইয়াসির আলিরও অবদান রয়েছে। হামজা  ৪৩ বলে ১৯৩ রানের অপরাজিত ইনিংস সাজান ২২টি ছয় ও ১৪টি চারের সৌজন্য়ে। তাঁর স্ট্রাইক রেট ছিল ৪৪৯! দলের ৭৫ শতাংশ রান তিনিই করেছেন। ইয়াসিরের ব্য়াট থেকে এসেছে ১৯ বলে অপরাজিত ৫৮। এর আগে টি টেন ফরম্য়াটে সর্বোচ্চ রান ছিল ১৬৩।  কাতালুনিয়া রান তাড়া করতে নেমে সোহাল হসপিটালেট শেষ হয় ১০৪/৮। ব্য়াট হাতেই বিস্ফোরক ইনিংস খেলেননি হামজা। বল হাতেও তুলে নিয়েছেন তিন উইকেট। হামজার ব্য়াটিংয়ে ভিডিয়ো জুড়ে দেওয়া হল প্রতিবেদনে।

আরও পড়ুন: S Sreesanth: অনেক দূর গড়াল জল... খেলা এবার আইনি ময়দানে, নোটিশ পেলেন ক্রিকেটার!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.