বিপক্ষের ফুটবলারও এসে Gurpreet র পিঠ চাপড়ে দিলেন! ম্যাচের পর কী বললেন 'দ্য ওয়াল'?
দেশের জার্সিতে ফের একবার সিংহ হৃদয়ের পরিচয় দিয়েছেন গুরপ্রীত সিং সান্ধু
নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপ যোগ্যতা অর্জন (FIFA World Cup 2022 Qualifier) পর্বের ম্যাচে কাতারের কাছে হারলেও, দেশের জার্সিতে ফের একবার সিংহ হৃদয়ের পরিচয় দিয়েছেন গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu)। পঞ্জাবের ৬ ফুট ৬ ইঞ্চির গোলকিপার যেন একাই লড়লেন এশিয়ার সর্বশক্তিমান দলের বিরুদ্ধে। গোলপোস্টের নীচে ফের একবার 'দ্য ওয়াল' হয়ে উঠলেন তিনি। সান্ধু থাকলে কাতার ১-০ নয়, আরও অনেক বেশি গোলেই জিতত!
অনবদ্য সব সেভ করে সান্ধু আবারও প্রমাণ করলেন তিনি কাতারের কাঁটা। সান্ধুর প্রশংসায় পঞ্চমুখ ফুটবলমহল। এমনকী ম্যাচের পর বিপক্ষের ফুটবলার আবদেলকরিম হুসেন এসে সান্ধুর পিঠ চাপড়ে দিয়ে গেলেন। এতেই বোঝা যায় যে, সান্ধু কী খেলাটাই না খেলেছেন। এআইএফএফ সেই ভিডিয়ো পোস্ট করেছে টুইটারে।
আরও পড়ুন: AFC Asian Qualifiers 2023: ভারত কীভাবে এশিয়ান কাপের আসন সংরক্ষণ করতে পারে? রইল সমীকরণ
Abdelkarim @GurpreetGK
Respect knows no team colours! #INDQAT #WCQ #BackTheBlue #IndianFootball pic.twitter.com/kiLHTiQn4K
(@IndianFootball) June 3, 2021
A bittersweet reunion as we couldn't give you the result we all wanted!
But, we'll be back stronger!
NEXT UP #INDQAT #WCQ #BackTheBlue #IndianFootball pic.twitter.com/QPD85FP2KZ
(@IndianFootball) June 3, 2021
ম্যাচের পর সান্ধু বলছেন যে, এই ফল অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু কাতারের মতো শক্তিশালী টিমের বিরুদ্ধে খেলে তাঁরা শিখল অনেক কিছু। আগামী দু'টি ম্যাচে টিম ফের সেরাটা দিয়েই জেতার চেষ্টা করবে। সান্ধু বলছেন যে, তিনি নিজে গোনেনি ক'টা সেভ করেছেন! তবে তিনি জানেন যে, গতবারের চেয়ে বেশি বার বল বাঁচিয়েছেন তিনি!
@GurpreetGK: "I honestly didn't (count the number of saves), but I think it was more than last time!"
How good was that performance from 'The Wall'? #INDQAT #WCQ #BackTheBlue #IndianFootball pic.twitter.com/ouOTA2FluD
(@IndianFootball) June 3, 2021
ভারতের ২০২২ ফিফা বিশ্বকাপে (2022 FIFA World Cup qualification) খেলার আশা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সুনীল ছেত্রী (Sunil Chhetri) অ্যান্ড কোংয়ের সামনে এখনও সুযোগ রয়েছে ২০২৩ সালে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের (2023 AFC Asian Cup) টিকিট সংরক্ষণ করার। কাতারের কাছে হারের পরেও ভারতের কিন্তু এশিয়ান কাপে খেলার এখনও সুযোগ রয়েছে। ভারত এরপর বাংলাদেশ (৭ জুন) ও আফগানিস্তানের (জুন ১৫) বিরুদ্ধে দু'টি ম্যাচে খেলবে। এই জোড়া ম্যাচের ওপরেই নির্ভর করছে ভারতের এশিয়ান ভাগ্য।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)