Hardik Pandya, GT vs SRH: ছক্কার অনন্য় সেঞ্চুরিতে হার্দিক পিছনে ফেলে দিলেন পন্থকে!

অনন্য আইপিল রেকর্ড হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya)।

Updated By: Apr 11, 2022, 09:53 PM IST
Hardik Pandya, GT vs SRH: ছক্কার অনন্য় সেঞ্চুরিতে হার্দিক পিছনে ফেলে দিলেন পন্থকে!
মারমুখী হার্দিক

নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে (Dr DY Patil Sports Academy, Mumbai) সোমবার মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এদিন টস জিতে সানরাইজার্স ব্যাট করতে পাঠায় টাইটান্সদের। গুজরাত ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ৪২ বলে ৫০ রানের ইনিংসে ভর করে আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি নির্ধারিত ওভারে ১৬২ রান তোলে ৭ উইকেট হারায়। হার্দিক এদিন তাঁর ইনিংস সাজান চারটি চার ও একটি ছক্কায়। আর এই ছয়েই তিনি আইপিএল রেকর্ড করে ফেলেন। দ্রুততম ভারতীয় হিসাবে আইপিএলে ১০০টি ছয় মারার নজির গড়লেন বরোদার ক্রিকেটার। এতদিন এই রেকর্ড ছিল ঋষভ পন্থের ( Rishabh Pant) পন্থকে পিছনে ফেলে দিলেন হার্দিক। পন্থের ১০০ নম্বর আইপিএল ছয়টি এসেছিল ১২৩৪ ডেলিভারিতে। হার্দিক নিলেন ১০৪৬টি ডেলিভারি।

আইপিএলে দ্রুততম ১০০ ছক্কা মেরেছেন যাঁরা

আন্দ্র রাসেল- ৬৫৭ ডেলিভারি
ক্রিস গেইল- ৯৪৩ ডেলিভারি
হার্দিক পাণ্ডিয়া- ১০৪৬ ডেলিভারি
কায়রন পোলার্ড- ১০৯৪ ডেলিভারি
গ্লেন ম্যাক্সওয়েল- ১১১৮ ডেলিভারি
ঋষভ পন্থ- ১২৩৪ ডেলিভারি
ইউসুফ পাঠান- ১৩১৩ ডেলিভারি
যুবরাজ সিং-১৩৩৬ ডেলিভারি

আরও পড়ুন: Mohammad Amir: অবসর ভেঙে কি দেশের জার্সিতে ফিরছেন আগুনে পাক পেসার?

আরও পড়ুনEoin Morgan: কেকেআর-কে ফাইনালে তুলেছিলেন গতবছর, এবার পাননি দল! মুখ খুললেন মর্গ্যান

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.