পারথে পিচ সবুজই
সবুজ বাউন্সি পিচ হচ্ছে পারথে। এমনই ইঙ্গিত দিলেন পিচ কিউরেটর ক্যামেরুণ সাদারল্যান্ড। তাঁর মতে গত অ্যাসেজ সিরিজের মতই পিচ হয়েছে। পেস বোলাররা এই পিচ থেকে যে ভালরকম সাহায্য পাবেন তারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সবুজ বাউন্সি পিচ হচ্ছে পারথে। এমনই ইঙ্গিত দিলেন পিচ কিউরেটর ক্যামেরুণ সাদারল্যান্ড। তাঁর মতে গত অ্যাসেজ সিরিজের মতই পিচ হয়েছে। পেস বোলাররা এই পিচ থেকে যে ভালরকম সাহায্য পাবেন তারও ইঙ্গিত দিয়েছেন তিনি। সাদারল্যান্ড মনে করেন এই পিচে অসিদের চার পেসার নিয়ে খেলা উচিত। পারথের এই পিচে ভারতীয়দের মধ্যে একমাত্র সচিন তেন্ডুলকরের একটি শতরান আছে। তবে সচিন যেহেতু শততম শতরানের সামনে দাঁড়িয়ে, তাই তাঁর উপর একটা বাড়তি চাপ রয়েছে বলেই মনে করছেন অসি কোচ মিকি আর্থার। অস্ট্রেলিয় কোচ মনে করেন পারথের পিচ ভারতীয় ব্যাটসম্যানদের কাছে বড় পরীক্ষা। কারন সিডনির পিচের চরিত্র অনেকটা উপমহাদেশের সঙ্গে মিল ছিল। সেই পিচে প্রথম ইনিংসে সচিনরা যেভাবে ব্যর্থ হয়েছেন তাতে পারথে বে এগিয়ে থেকেই শুরু করবে অস্ট্রেলিয়া।