চুনকাম করার সুযোগ সামনে! নিউ জিল্যান্ডকে ভয় দেখাল রাহুল-রোহিত জুটি

ঘরের মাঠে চুনকাম হতে হলে আর রক্ষে নেই!

Updated By: Feb 2, 2020, 03:48 PM IST
চুনকাম করার সুযোগ সামনে! নিউ জিল্যান্ডকে ভয় দেখাল রাহুল-রোহিত জুটি

নিজস্ব প্রতিবেদন : কে এল রাহুল। নাকি রাহুল দ্রাবিড়! ভারতীয় ক্রিকেট সার্কিট রাহুল বলতে একজনকেই চেনে, জানে, মানে। কে এল রাহুলের অস্তিত্ব অস্বীকার করার জো নেই অবশ্য। আবার এটাও যুক্তি, দুই রাহুলের তুলনা চলে না। দুজন আলাদা ঘরানার। তা বটে! আগের রাহুল ক্লাসিক। এই রাহুল ক্লিনিকাল। ক্রিকেটীয় বীরত্বে কে এল কত উঁচুতে উঠে পতাকা তুলবেন তা হয়তো সময় বলবে। তবে মাউন্ট মানগানুইতে তাঁর ছায়া বেশ বড়সড় আকার নিল। সেই ছায়ার আকার এতই বড় হল যে নিউ জিল্যান্ডের বোলারদের ভয় দেখানোর জন্য যথেষ্ট। ভয় পাওয়ারই তো কথা। ঘরের মাঠে চুনকাম হতে হলে আর রক্ষে নেই!

আরও পড়ুন-  পৃথিবীর যেখানেই যান, ধোনির জন্য বরাদ্দ অফুরন্ত ভালবাসা! এই ভিডিয়ো তারই প্রমাণ

সঞ্জু স্যামসনকে নিয়ে ওপেনিং করতে নেমেছিলেন রাহুল। সঞ্জুকে ফাঁদে ফেলে আউট করলেন কুগলেজিন। স্যান্টনারের হাতে উইকেট তুলে গিয়ে গেলেন আইপিএলের সেনশেসন সঞ্জু। তার পর একবারও একাকিত্বে ভোগেননি রাহুল। ভোগার কথাও নয়। উল্টোদিকে নেমে পড়েছিলেন ডাকাবুকো রোহিত শর্মা। তার পর দুজনে মিলে ভয় দেখানো শুরু করলেন কিউয়ি বোলারদের। সে কী ভয়! ১১ ওভারে উঠে গেল ৯৫। অর্থাত্, আজও বড়সড় লক্ষ্যমাত্রা তাড়া করতে হবে নিউ জিল্যান্ডকে। কে এল রাহুল অবশ্য হাফ সেঞ্চুরি করে যেতে পারলেন না। মিসজাজ্ করলেন বেনেটের ডেলিভারি। থামলেন ৪৫-এ। নিউ জিল্যান্ডের সামনে ১৬৩ রানের লক্ষ্যমাত্রা দাঁড় করিয়েছে ভারত। 

.