স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Updated By: Oct 15, 2017, 11:06 PM IST
স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

নিজস্ব প্রতিবেদন : স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করলেন সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের গোলের ওপর ভর করে গেটাফেকে দুই-এক গোলে হারাল জিনেদিন জিদানের দল। ম্যাচের প্রথমার্ধে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে জর্জ মোলিনার গোলে সমতা ফেরায় গেটাফে।

আরও পড়ুন ধোনি আর জিভার একসঙ্গে লাড্ডু খাওয়ার ভিডিও দেখুন

চুরাশি মিনিট পর্যন্ত ম্যাচের ফল ছিল এক-এক। তখন মনে হয়েছিল ফের পয়েন্ট নষ্ট করতে চলেছে জিদানের দল। ঠিক তখনই জ্বলে উঠলেন ফুটবলের পোস্টার বয়। চলতি লা লিগায় প্রথম গোল করলেন রোনাল্ডো। আর তার গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হল রিয়ালের।

আরও পড়ুন  বাংলাদেশের মাটিতে হকি মাঠে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

.