উইম্বলডনে কালো অন্তর্বাস পরেও 'রেহাই' পেয়ে গেলেন বুশার্ড

কড়া নিয়ম। ঐতিহ্য মেনে উইম্বডলডনে সব খেলোয়াড়দের সাদা রঙের পোশাক, জুতো পরে খেলতে হয় উইম্বলডনে। কোনওভাবেই কোনও খেলোয়াড় সাদা রঙের পোশাক ছাড়া অন্য কোনও রঙের জিনিস পরতে পারবেন না। দু বছর আগে রজার ফেডেরার কমলা রঙের জুতো পরে খেলতে নামায় তাঁকে সেই পাল্টাতে হয়। এবার উইম্বলডনের পোশাক রঙের গেরোয় পরলেন গতবারের ফাইনালিস্ট ইউজেনি বুশার্ড। গতকাল, মঙ্গলবার প্রথম রাউন্ডে খেলার মাঝে দেখা যায় সাদা জামা-কাপড় পরলেও বুশার্ড কালো রঙের অন্তর্বাস পরে খেলছেন। চেয়ার আম্পায়ার এই জন্য তাঁকে সতর্কও করেন। অবশ্য পোশাক বিধি 'ভাঙলেও'শাস্তি পেতে হচ্ছে না বুশার্ডকে।

Updated By: Jul 1, 2015, 02:14 PM IST
উইম্বলডনে কালো অন্তর্বাস পরেও 'রেহাই' পেয়ে গেলেন বুশার্ড

পার্থ প্রতিম চন্দ্র: কড়া নিয়ম। ঐতিহ্য মেনে উইম্বডলডনে সব খেলোয়াড়দের সাদা রঙের পোশাক, জুতো পরে খেলতে হয় উইম্বলডনে। কোনওভাবেই কোনও খেলোয়াড় সাদা রঙের পোশাক ছাড়া অন্য কোনও রঙের জিনিস পরতে পারবেন না। দু বছর আগে রজার ফেডেরার কমলা রঙের জুতো পরে খেলতে নামায় তাঁকে সেই পাল্টাতে হয়। এবার উইম্বলডনের পোশাক রঙের গেরোয় পরলেন গতবারের ফাইনালিস্ট ইউজেনি বুশার্ড। গতকাল, মঙ্গলবার প্রথম রাউন্ডে খেলার মাঝে দেখা যায় সাদা জামা-কাপড় পরলেও বুশার্ড কালো রঙের অন্তর্বাস পরে খেলছেন। চেয়ার আম্পায়ার এই জন্য তাঁকে সতর্কও করেন। অবশ্য পোশাক বিধি 'ভাঙলেও'শাস্তি পেতে হচ্ছে না বুশার্ডকে।

উইম্বলডনের রেফারির অফিস জানিয়ে দেয় বুশার্ডের কালো অন্তর্বাস টুর্নামেন্টের পোশাক বিধি ভঙ্গ করেনি। কারণ টুর্নামেন্টের পোশাকবিধি শুধুমাত্র বহিরঙ্গের পোশাকের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে শেষ অবধি একেবারে অপ্রত্যাশিতভাবে বুশার্ড সেই ম্যাচে হেরে যান। কানাডিয়ান তারকাকে ৬-৭ (৩), ৪-৬-তে হারান চিনের এক অবাছাই খেলোয়াড়। 

.