পুলওয়ামায় জঙ্গি হামলা; পঞ্জাব-হরিয়ানায় ডেরা সমর্থকদের তাণ্ডব, কী বললেন ক্ষুব্ধ গম্ভীর

Updated By: Aug 27, 2017, 06:44 PM IST
পুলওয়ামায় জঙ্গি হামলা; পঞ্জাব-হরিয়ানায় ডেরা সমর্থকদের তাণ্ডব, কী বললেন ক্ষুব্ধ গম্ভীর

ওয়েব ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলা ও রাম রহিমের সাজা ঘোষণার পর পঞ্জাব ও হরিয়ানার হিংসা নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর।

শুক্র ও শনিবার দুটি ঘটনা গোটা দেশকে চমকে দিয়েছে। শুক্রবার সিরসার ডেরা সচ্চা সওদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে একটি ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে পঞ্চকুলার সিবিআই আদালত। ওই রায় ঘোষণার পরই রাস্তায় নেমে তাণ্ডব শুরু করে দেয় ডেরা সমর্থকরা। পঞ্জাব ও হরিয়ানায় হওয়া হিংসায় এখনও প‌র্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহত আড়াইশোরও বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয়েছে সেনা, আধা সেনা ও বিশাল পুলিশ বাহিনী।

অন্যদিকে, শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ কশ্মীরের পুলওয়ামায় পুলিশ লাইনে ঢুকে পড়ে তিন জইশ জঙ্গি। তাদের এলোপাথাড়ি গুলি ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে ৫ সিআরপিএফ জওয়ান সহ ৮ নিরাপত্তা কর্মীর। দুটি ঘটনা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন গৌতম গম্ভীর।

রবিবার গম্ভীর টুইট করেছেন, সীমান্তে জঙ্গি, দেশের ভেতরে ধর্ষক বাবা, আর আমরা সিনেমা হলে জাতীয় সংগীত বাজানো নিয়ে ঝগড়ায় আটকে রয়েছি। আর নয় এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।

আরও পড়ুন-চিনা প্রতিপক্ষকে মাত করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পিভি সিন্ধু

.