কাশ্মীর নিয়ে ফের আফ্রিদির টুইট! দেশবাসীর হয়ে যোগ্য জবাব দিলেন গম্ভীর

আফ্রিদি বলেছেন, তিনি নিয়ন্ত্রণরেখায় পৌঁছে কাশ্মীরিদের পাশে দাঁড়াবেন।

Updated By: Aug 29, 2019, 01:50 PM IST
কাশ্মীর নিয়ে ফের আফ্রিদির টুইট! দেশবাসীর হয়ে যোগ্য জবাব দিলেন গম্ভীর

নিজস্ব প্রতিবেদন : কাশ্মীর নিয়ে কথা বলেছেন শাহিদ আফ্রিদি। গৌতম গম্ভীর জবাব দেবেন না, তা হয় নাকি! এমনিতেই আফ্রদির সঙ্গে গম্ভীরের লেগেই থাকে। কখনও আফ্রিদি আক্রমণ করে বসেন গম্ভীরকে। তার পর যোগ্য জবাব হজম করতে হয়। কখনও কাশ্মীর ইস্যুতে আফ্রিদি কথা বললেই গম্ভীর তেড়ে আসেন! আফ্রিদি-গম্ভীরের বাকযুদ্ধ যেন থামছেই না। গত কয়েকদিন ধরেই কাশ্মীরিদের পাশে থাকার কথা বলে চলেছেন আফ্রিদি। এবার এক ধাপ এগিয়ে আফ্রিদি বলেছেন, তিনি নিয়ন্ত্রণরেখায় পৌঁছে কাশ্মীরিদের পাশে দাঁড়াবেন। আর তার পরই গম্ভীর তাঁকে শিক্ষা দিতে মাঠএ নেমে পড়েন।

আরও পড়ুন-  কিংস্টনে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্যাপ্টেন কোহলি

বুধবার টুইটারে আফ্রিদি লেখেন, আমাদের প্রধানমন্ত্রীর প্রস্তাবে সবার এগিয়ে আসা উচিত। শুক্রবার ‘মাজার এ কুয়াইদ’-এ দুপুর ১২টার সময় আমি থাকছি। ৬ সেপ্টেম্বর এক শহীদের বাড়িতেও যাওয়ার ইচ্ছে রয়েছে। তা ছাড়া নিয়ন্ত্রণরেখায় দেখা হচ্ছে। আফ্রিদির এই টুইটের জবাবে গম্ভীর লেখেন, ''এই ছবিতে শাহিদ আফ্রিদি নিজেকেই প্রশ্ন করছে, এমন কোন কাজ করলে শাহিদ আফ্রিদিকে লজ্জিত করা যায়! সেইসঙ্গে আরও এক বার প্রমাণ হল, এখনও পরিণত হতে ওর অনেক সময় লাগবে। তাই আমি ঠিক করেছি, অনলাইন কিন্ডারগার্টেন টিউটোরিয়াল অর্ডার করে ওকে পাঠাব।'' 

কাশ্মীরের মানুষের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন পাকিস্তানের আরেক প্রাক্তন তারকা ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ। তাঁর টুইট, ''শান্তির পতাকা হাতে নিয়ে পাকিস্তান সীমান্তে যাওয়ার ইচ্ছে রয়েছে। ক্রীড়াজগত ও অন্যান্য ক্ষেত্রের বিশেষ ব্যক্তিত্বদের আমার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। কাশ্মীরিদের সঙ্গে শান্তি নিয়ে চর্চা করব বলে ঠিক করেছি। কাশ্মিরের মানুষদের উপরে অত্যাচার থামানো না হলে আমি একাই সীমান্তে গিয়ে শান্তির বার্তা দেব। ওদের পাশে আছি।''

.