দলে গম্ভীর,অশ্বিন,বরুন। বাদ সামি,ধাওয়ান,রোহিত
Updated By: Aug 7, 2014, 04:21 PM IST
------------------------------------------------------------
ওয়েব ডেস্ক: ম্যানচেস্টার টেস্টে প্রথম একাদশে বড় রদবদল ঘটালেন মহেন্দ্র সিং ধোনি। চতুর্থ টেস্ট সিরিজে প্রথমবার দলে সুযোগ পেলেন তিনজন ক্রিকেটার। ওপেনার শিখর ধাওয়ানের জায়গায় দলে এলেন গৌতম গম্ভীর। স্পিনার হিসাবে সিরিজে প্রথমবার দলে এলেন আর অশ্বিন। মহম্মদ সামির জায়গায় দলে এলেন বরুন অ্যারন। বাদ পড়লেন রোহিত শর্মা।
বৃষ্টির জন্য ম্যাচ শুরু হতে দেরী হয়। টসে জিতে প্রথমে ব্যাট করছে ভারত। সিরিজ এখন ১-১ দাঁড়িয়ে।
প্রথম একাদশ- মরলী বিজয়.গৌতম গম্ভীর, চেতেশ্বর পূজারা,বিরাট কোহলি,মহেন্দ্র সিং ধোনি, আজিঙ্কা রাহানে,আর অশ্বিন, আর জাদেজা, ভূবনেশ্বর কুমার, পঙ্কজ সিং,বরুন অ্যারন।