Shastri র মতো নিজের ঢাক নিজে পেটাবেন না Dravid! বলছেন Gambhir
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে দ্রাবিড় যুগের সূচনা হয়েছে ভারতে।
নিজস্ব প্রতিবেদন: টি-২০ বিশ্বকাপই (T20WC) ছিল ভারতীয় দলের সঙ্গে রবি শাস্ত্রীর (Ravi Shastri) শেষ অ্যাসাইমেন্ট। শাস্ত্রী এখন অতীত। বিরাট কোহলি ও রোহিত শর্মাদের ড্রেসিংরুমে এখন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হিসাবে পথ চলা শুরু করেছেন 'দ্য ওয়াল'। শাস্ত্রীর পাঁচ বছর ভারতীয় দলের কোচ ছিলেন। তাঁর তত্ত্বাবধানে বিরাট অ্যান্ড কোং বিদেশের মাটিতে টেস্টে ভাল ফল করলেও, শাস্ত্রী কোনও আইসিসি ট্রফি জেতাতে পারেননি দলকে। শাস্ত্রীর সঙ্গে দ্রাবিড়েক মূল ফারাক কোথায়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
জোড়া বিশ্বকাপ (২০ ও ৫০ ওভারের) প্রাক্তন ভারতীয় ওপেনার বিঁধলেন শাস্ত্রীকে। গম্ভীর টাইমস নাও নবভারত-এ দেওয়া সাক্ষাৎকারে বলেন, "একটা জিনিস আমার অবাক লাগত। যখন কোনও দল ভাল করে, তখন তারা সেটা নিয়ে গর্ব করে না। অন্যরা কথা বলে সেটা নিয়ে। আমরা যখন ২০১১ তে বিশ্বকাপ জিতলাম, কেউ বলেনি এই দল পৃথিবীর সেরা। গোটা দেশ বলেছে। জিতলে অন্যরা কথা বলে। অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত জিতেছে। নিঃসন্দেহে বিরাট কৃতিত্ব। ইংল্যান্ডেও ভাল পারফর্ম করেছে ভারত। কিন্তু বাকিরা প্রশংসা করুক। রাহুল দ্রাবিড় কখনও এরকম মন্তব্য করবে না। ভারত জিতুক বা হারুক, তাঁর বক্তব্যে একটা ভারসাম্য থাকবে। যা বাকি প্লেয়ারদের মধ্যে ফুটে উঠবে।"২০১৯ এ শাস্ত্রী অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানোর প্রসঙ্গে বলেছিলেন যে, এই জয় ৮৩ র বিশ্বকাপ জয়ের চেয়েও বড়। গম্ভীর আরও বলছেন যে, দ্রাবিড় একজন প্রকৃত শিক্ষক হয়ে উঠবেন। তাঁর সংযোজন, "নম্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কেউ ভাল বা খারাপ ক্রিকেট খেলুক। ক্রিকেট আজীবন থাকবে না। আমার মনে হয় দ্রাবিড়ের মূল ফোকাস থাকবে খেলোয়াড়দের আগে ভাল মানুষ তৈরি করার।"
আরও পড়ুন: Deepak Chahar, Ishan Kishan দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছেন ইন্ডিয়া 'এ' দলের সঙ্গে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে দ্রাবিড় যুগের সূচনা হয়েছে ভারতে। তাঁর কোচিংয়ে ইতিমধ্যেই ভারত সিরিজ ২-০ জিতে নিয়েছে। রবিবার কলকাতায় নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মা অ্যান্ড কোং ও টিম সাউদির কিউয়ি বাহিনী। শেষ ম্যাচ না জিতলেও দ্রাবিড় কাজের কাজ করে ফেলেছেন। এবার জোড়া টেস্টের দিকেই থাকবে দ্রাবিড়ের চোখ।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)