কে সেরা, স্যর ডন ব্র্যাডম্যান নাকি স্যর গ্যারফিল্ড সোবার্স?

Updated By: Jul 28, 2017, 02:25 PM IST
কে সেরা, স্যর ডন ব্র্যাডম্যান নাকি স্যর গ্যারফিল্ড সোবার্স?

ওয়েব ডেস্ক: আজ জন্মদিন স্যর গ্যারিফিল্ড সোবার্সের। তিনি আজ ৮১ বছরে পা দিলেন। যবে থেকে ক্রিকেট বলে একটি খেলা এই পৃথিবীতে রয়েছে, তবে থেকেই দু'জন ক্রিকেটারকে নিয়ে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা আলোচনা করেছেন। কে সেরা। স্যর ডন ব্র্যাডম্যান নাকি স্যর গ্যারফিল্ড সোবার্স। স্যার ডনের হয়ে বলতে গেলে, একটা তথ্যই যথেষ্ট। তাঁর টেস্ট ক্রিকেটে গড় ৯৯.৯৪। না, এই গ্রহে আরও কোনও ব্যাটসম্যানের টেস্ট গড় স্যার ডনের ধারেকাছে আজও নেই।

আরও পড়ুন জন্মদিনে জেনে নিন স্যর গ্যারি সোবার্স সম্পর্কে পাঁচটি অজানা তথ্য

সেখানে, কম যান না স্যর গ্যারফিল্ড সোবার্সও। সেই আমলে মাত্র ৯৩টি টেস্ট খেলে ৮০০০ রান করেছেন। গড় প্রায় ৫৭। আবার কম যাননি বল হাতেও। ২৩৫টি টেস্ট উইকেটও পেয়েছেন। ৩৫-এরও কম গড় নিয়ে। না, স্যর গ্যারি সোবার্সের এই অলরাউন্ড পারফরম্যান্সকে ঢেকে দেওয়ার মতো কাউকে সেভাবে পাওয়া যায়নি। তবে, হালের জ্যাক কালিসও পারফরম্যান্সের বিচারে অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবেই স্বীকৃতি পাবেন। কিন্তু সোবার্স শুধু রানই করতেন না। দ্রুতগতিতে রান করতেন। যার ফলে, তাঁর দল ম্যাচ জেতার সূযোগও বেশি পেত। ক্রিকেটে ৬ বলে ৬টি ছক্কা মারেন প্রথম গ্যারিই। তাই যেমন ব্র্যাডম্যান, তেমনই সোবার্স। আসলে রাজা দু'জনই। তাঁদের মধ্যে থেকে কোনও একজনকে সেরা বলে বেঁছে নেওয়া যায় না।

আরও পড়ুন  শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের উপর বিরক্ত মুরলিথরন

.