রিয়ালের দশম স্বর্গে রামোসের মাথায় দেবত্ব প্রাপ্তি, বেলের ঘণ্টায় পূণ্যলাভ, রোনাল্ডোতে পুষ্পাঞ্জলী
রিয়ালের দশম স্বর্গে রামোসের মাথা দেবত্ব প্রাপ্তি, বেলের ঘণ্টায় পূণ্যলাভ, রোনাল্ডোতে পুষ্পাঞ্জলী
রিয়াল মাদ্রিদ (৪) অ্যাটলেটিকো মাদ্রিদ (১)
(সার্গিও রামোস,গ্যারেথ বেল,মার্সেলো) (ডিয়োগ গডিন)
শেষরক্ষা হল না। ৯১ মিনিট পর্যন্ত এক শূন্য গোলে এগিয়ে থেকেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হল না সদ্য লা লিগা জয়ী অ্যাটলেটিকো মাদ্রিদের। খেলার ৩৬ মিনিটের মাথায় রিয়েলের গোলরক্ষক ইকর ক্যাসিলাসের ভুলে গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন ডিয়েগো গডিন। জয় যখন দোরগোড়ায়, তখন ইনজুরি টাইমে লুকা মর্ডিকের কর্ণার থেকে হেড করে রিয়েলের পক্ষে সমতা ফেরান সার্গিও রামোস। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
ম্যাচের ১১০ মিনিটের মাথায় অ্যাঞ্জেল ডি মারিওর দুরন্ত শট কোনক্রমে বাঁচান অ্যাটলেটিকো গোলরক্ষক। ফিরতি বলে হেড করে রিয়েলের দ্বিতীয় গোলটি করেন ওয়েলশ তারকা গেরাথ বেল। ঠিক আট মিনিটের ব্যবধানে রিয়েলের তৃতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় মার্সেলো।
তাঁর দূর থেকে নেওয়া শট অ্যাটলেটিকো গোলরক্ষকের হাতের তলা দিয়ে জালে জড়িয়ে যায়। একেবারে শেষ লগ্নে ঘরের মাঠে দলের চতুর্থ গোলটি করেন পর্তুগীজ তারকা রোনাল্ডো। পেনাল্টি থেকে। এই জয়ের ফলে ১০ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে রেকর্ড করল রিয়েল মাদ্রিদ। এর আগে ইউরোপের অন্য কোনও ক্লাবের দশবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার কৃতিত্ব বা লা ডেসিমা নেই।
যেসব বছরে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ--১৯৫৬,১৯৫৭,১৯৫৮,১৯৫৯,১৯৬০,১৯৬৬,১৯৯৮,২০০০,২০০২,২০১৪।