অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি-তে ৪ রানে হার ভারতের
হার দিয়েই অস্ট্রেলিয়া সফর শুরু করল ভারত। গাব্বায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ রানে হারল বিরাট ব্রিগেড।
নিজস্ব প্রতিবেদন: স্মিথ-ওয়ার্নার বিহীন অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের। সফরের প্রথম ম্যাচেই ৪ রানে হারল ভারত। কাজেই এল না শিখর ধাওয়ানের ৭৬ রানের ইনিংস। বিফলে গেল দীনেশ কার্তিকের লড়াইও। ১৭৪ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে গিয়ে ১৬৯ রানেই থামতে হল ভারতীয় ব্রিগেডকে।
আরও পড়ুন- ম্যাচ হচ্ছে গাব্বায়, সিডনি গেলেন সঞ্জয় বাঙ্গার
এদিন টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পরিকল্পনা মতো শুরু করলেও মাঝ পথে ভারতীয় বোলারদের বেগ পেতে হয় গ্লেন ম্যাক্সওয়েলের কাছে। তাঁর বিধ্বংসী ইনিংসের (২৪ বলে ৪৬ রান) দৌলতেই ভারতের সামনে দেড়শো রানের উপরে লক্ষ্যমাত্রা রাখে অস্ট্রেলিয়া। মিডল অর্ডারে ম্যাক্সওয়েলকে যোগ্য সঙ্গত দেন মার্কস স্টইনিসও। ১৯ বলে ৩৩ রানের ইনিংস খেলেন এই অজি অল-রাউন্ডার। যার সুবাদে ভুবি, বুমরাহদের বিরুদ্ধে ১৭ ওভারেই ১৫৮ রান তুলে ফেলে ব্যাগি গ্রিন দল। যদিও এদিন বৃষ্টি হওয়ার কারণে খেলা ২০ ওভার পর্যন্ত গড়ায়নি। ১৭ ওভারেই থামাতে হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং। এরপর ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী ভারতের টার্গেট দাঁড়ায় ১৭৪ রান।
আরও পড়ুন- হাতিদের জন্য দেশে প্রথম হাসপাতাল, কুর্ণিশ জানালেন চাহ্বল
১৭ ওভারে ১০-এর ওপর রানরেট তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতের। শুরুর দিকে রোহিতকে (৭) ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙে দেন জেসন বেহরনডর্ফ। অল্প রানেই ফেরেন লোকেশ রাহুল (১৩) ও অধিনায়ক বিরাট কোহলি (৪)। অন্যদিক থেকে ভারতীয় স্কোরকার্ড এগিয়ে নিয়ে যান শিখর ধাওয়ান। ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন শিখর। এরপর তিনি ফিরতেই ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থ। শেষ ওভার পর্যন্ত ক্রিজে থাকলেও শেষ পর্যন্ত কাজে আসেনি কার্তিকের ১৩ বলে ৩০ রানের ইনিংস। নির্ধারিত ১৭ ওভারে ১৬৯ রানেই থামে ভারতীয় ইনিংস।