ওয়াইল্ড কার্ড পাচ্ছেন না, ফ্রেঞ্চ ওপেনে খেলা হবে না শারাপোভার

এবছর ফ্রেঞ্চ ওপেনে খেলা হবে না মারিয়া শারাপোভার। দুবারের চ্যাম্পিয়নকে ওয়াইল্ড কার্ড দিচ্ছে না ফরাসি টেনিস ফেডারেশন। ডোপ করে পনেরো মাসের নির্বাসন কাটিয়ে স্টুটগার্ট ওপেন দিয়ে পেশাদারি টেনিসে কামব্যাক করেছিলেন শারাপোভা। স্টুটগার্টে পেলেও ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কার্ড পাচ্ছেন না মাশা। ফ্রেঞ্চ ওপেনের নিয়ম অনুযায়ী চোট সারিয়ে কামব্যাক করার সময় একজন খেলোয়াড়কে ওয়াইল্ড কার দেওয়া হয়। কিন্তু নির্বাসন কাটিয়ে কামব্যাক করার ক্ষেত্রে ওয়াইল্ড কার্ড দেওয়া হয় না। দুহাজার বারো এবং দুহাজার চোদ্দ সালে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন মারিয়া শারাপোভা। 

Updated By: May 17, 2017, 05:56 PM IST
ওয়াইল্ড কার্ড পাচ্ছেন না, ফ্রেঞ্চ ওপেনে খেলা হবে না শারাপোভার

ব্যুরো: এবছর ফ্রেঞ্চ ওপেনে খেলা হবে না মারিয়া শারাপোভার। দুবারের চ্যাম্পিয়নকে ওয়াইল্ড কার্ড দিচ্ছে না ফরাসি টেনিস ফেডারেশন। ডোপ করে পনেরো মাসের নির্বাসন কাটিয়ে স্টুটগার্ট ওপেন দিয়ে পেশাদারি টেনিসে কামব্যাক করেছিলেন শারাপোভা। স্টুটগার্টে পেলেও ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কার্ড পাচ্ছেন না মাশা। ফ্রেঞ্চ ওপেনের নিয়ম অনুযায়ী চোট সারিয়ে কামব্যাক করার সময় একজন খেলোয়াড়কে ওয়াইল্ড কার দেওয়া হয়। কিন্তু নির্বাসন কাটিয়ে কামব্যাক করার ক্ষেত্রে ওয়াইল্ড কার্ড দেওয়া হয় না। দুহাজার বারো এবং দুহাজার চোদ্দ সালে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন মারিয়া শারাপোভা। 

.