French Open 2022: Wimbledon জয়ীদের উড়িয়ে চমক দিয়ে কোয়ার্টার ফাইনালে Rohan Bopanna-Matwe Middelkoop জুটি

শনিবার ফরাসি ওপেনের (French Open 2022) তৃতীয় রাউন্ডে ক্রোয়েশিয়ার নিকোলা মেকটিচ ও মেট পেভিচ (Mate Pavic-Nikola Mektic) জুটিকে  ৬-৭, ৭-৬, ৭-৬ ফলে হারিয়ে দিল রোহন বোপান্না ও মাটওয়ে মিডেলকুপ (Rohan Bopanna-Matwe Middelkoop) জুটি।  

Updated By: May 28, 2022, 07:57 PM IST
French Open 2022: Wimbledon জয়ীদের উড়িয়ে চমক দিয়ে কোয়ার্টার ফাইনালে Rohan Bopanna-Matwe Middelkoop জুটি
থ্রিলার জিতে শেষ আটের লড়াইয়ে চলে গেল বোপান্না ও মিডেলকুপ জুটি। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: দারুণ ছন্দে রোহন বোপান্না ও মাটওয়ে মিডেলকুপ (Rohan Bopanna-Matwe Middelkoop) জুটি। শনিবার ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে ক্রোয়েশিয়ার নিকোলা মেকটিচ ও মেট পেভিচ (Mate Pavic-Nikola Mektic) জুটিকে  ৬-৭, ৭-৬, ৭-৬ ফলে হারিয়ে দিলেন বোপান্নারা। প্রথম সেট হেরে গেলেও, পরের দুই সেট গত উইম্বলডন জয়ীদের বিরুদ্ধে হেলায় জিতে নেয় রোহন বোপান্না ও মাটওয়ে মিডেলকুপ জুটি।

তবে এই জয় কিন্তু সহজে আসেনি। প্রথম সেটে হেরে যায় বোপান্না ও মাটওয়ে মিডেলকুপ জুটি। তারপর জোড়া সেট জিতলেও, ম্যাচের দুটি সেটই টাইব্রেকারে গড়ায়। অবশেষে এই থ্রিলার জিতে শেষ আটের লড়াইয়ে চলে গেল বোপান্না ও মিডেলকুপ জুটি।

আরও পড়ুন: French Open controversy: Irina Camelia Begu-র ছোড়া র‍্যাকেটে আহত শিশু, শাস্তি সামান্য, বিতর্ক তুঙ্গে

আরও পড়ুন: Rafael Nadal, French Open 2022: বিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন রাফা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.