ক্লাবের হয়ে ২০৩ গোল করে নীল ইতিহাস লিখলেন ল্যাম্পার্ড

ইংল্যান্ডের ক্লাব চেলসির ইতিহাসে উঠে গেলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে জোড়া গোল করে নীল ক্লাবের (চেলসির ডাক নাম ব্লু ক্লাব) ইতিহাসে সর্বাধিক গোলদাতা হওয়ার নজির গড়লেন। ২০৩ গোল করে স্ট্যামফোর্ড ব্রিজে নতুন রেকর্ডের অধিকারী হলেন এই মিডফিল্ডার। ল্যাম্পার্ড ভাঙলেন ববি ট্যাম্বলিংয়ের রেকর্ড।

Updated By: May 11, 2013, 11:09 PM IST

ইংল্যান্ডের ক্লাব চেলসির ইতিহাসে উঠে গেলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে জোড়া গোল করে নীল ক্লাবের (চেলসির ডাক নাম ব্লু ক্লাব) ইতিহাসে সর্বাধিক গোলদাতা হওয়ার নজির গড়লেন। ২০৩ গোল করে স্ট্যামফোর্ড ব্রিজে নতুন রেকর্ডের অধিকারী হলেন এই মিডফিল্ডার। ল্যাম্পার্ড ভাঙলেন ববি ট্যাম্বলিংয়ের রেকর্ড।
ল্যাম্পার্ডের রেকর্ড ভাঙার ম্যাচে জয় পেল চেলসি। রাফায়েল বেনিতেজের দল এক গোলে পিছিয়ে থেকেও অ্যাওয়ে ম্যাচে জিতল ২-১ ব্যবধানে। ম্যাচের বেশীর ভাগ সময় দশজনে খেলেও চেলসি জিতল ল্যাম্পার্ডের দুরন্ত পারফরম্যান্সে ভর করে।
চেলসির সর্বোচ্চ গোলদাতার তালিকায় এক গোলে পিছিয়ে ছিলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। জোড়া গোল করে দলকে তো জেতালেনই, ব্লুদের ইতিহাসের পাতায়ও নাম লেখালেন ইংলিশ এই তারকা। অ্যাস্টন ভিলার মাঠে শনিবার ২-১ গোলে জিতেছে রাফায়েল বেনিতেজ শিষ্যরা।
এতদিন ববি ট্যাম্বলিং চেলসির সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন। অ্যাস্টন ভিলার মাঠে দ্বিতীয়ার্ধের দুটি গোলে তা ছাড়িয়ে গেলেন ল্যাম্পার্ড।
১৪ মিনিটে বেনেটেকের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার খানিক আগে র‌্যামিরেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামে চেলসি। অবশ্য ৫৮ মিনিটে বেনেটেকও দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দুদলই ১০ জনের হয়ে যায়। এর তিন মিনিট পর ল্যাম্পার্ড সমতা ফেরান। খেলা শেষের কয়েক মিনিট আগে ট্যাম্বলিংকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি দলকেও জেতালেন।
৩৭ ম্যাচে ৭২ পয়েন্টে তিন নম্বরে চেলসি। এক ম্যাচ কম খেলে তাদের পরে আছে আর্সেনাল (৬৭) ও টটেনহ্যাম হটস্পার (৬৬)।

.