প্রয়াত সদাশিব রাওজি পাতিল, ভারতের হয়ে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন
মহারাষ্ট্রের রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন সদাশিব রাওজি পাতিল।
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সদাশিব রাওজি পাতিল। মঙ্গলবার মহারাষ্ট্রের কোলাপুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
ভারতের হয়ে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেছিলেন সদাশিব রাও পাতিল। ১৯৫৫ সালে ভারতের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচই ছিল তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ। জাতীয় দলের হয়ে একমাত্র ম্যাচটি খেলেছিলেন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে খেলার পর আর কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
BCCI mourns the death of Shri Sadashiv Patil. The former cricketer from Maharashtra passed away today in Kolhapur. https://t.co/vOSeeSo4JQ pic.twitter.com/GbVz8IVXJa
— BCCI (@BCCI) September 15, 2020
ভারতের জার্সিতে একটি মাত্র টেস্ট খেললেও ১৯৫২ সাল থেকে ১৯৬৪ সালের মধ্যে মহারাষ্ট্রের হয়ে ৩৬ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন তিনি। ৮৬৬ রান করার পাশাপাশি ৮৬ টি উইকেট নিয়েছিলেন তিনি। মহারাষ্ট্রের রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন সদাশিব রাওজি পাতিল।
আরও পড়ুন - IPL 2020: সৌরভের কাছে কোয়ারেন্টিনের দিন কমানোর আর্জি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটারদের