Dipendu Biswas: মাঠ থেকে একেবারে ক্যামেরার সামনে অভিনয়! রুপোলি পর্দায় গোল করবেন দীপেন্দু! 'দীপু'-র চরিত্রে কে?
ভারতীয় ফুটবলের 'মারাদোনা' কৃশানু দে-কে নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ওয়েব সিরিজ। মেহতাব হোসেনকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। এবার সেই তালিকায় জুড়ে গেল দীপেন্দু বিশ্বাসের নাম।
সব্যসাচী বাগচী
স্কুল থেকে কলেজ জীবন। তখন টেলিভিশনে চোখ রাখলে একটা চেহারা দেখতাম। মাথায় ঝাঁকরা চুল। হেলায় বিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে বল পায়ে এগিয়ে চলেছেন। কখনও সতীর্থ চিমা (Chima Okorie), বাইচুংয়ের (Bhaichung Bhutia) থেকে থ্রু পাসে গোল করছেন। আবার কখনও একাই এগিয়ে বিপক্ষের জালে জড়িয়ে দিচ্ছেন বল। মাইক হাতে ধারাভাষ্যকাররা গলা ফুলিয়ে বলে উঠতেন, 'বল পায়ে এগিয়ে যাচ্ছেন দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। ১০ নম্বর জার্সিধারী কিন্তু বক্সে মারাত্মক'! গ্যালারি জুড়ে উঠত 'দীপু...দীপু' নামের স্লোগান। তিন প্রধানে খেলা এহেন বঙ্গ স্ট্রাইকারের জীবনের উত্থান-পতন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক।
প্রীতম বন্দ্যোপাধ্যায় ওরফে শ্রী প্রীতম পরিচালিত সিনেমার নামও 'দীপু' (Dipu)। সেই চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের উঠতি মুখ রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharya)। শুধু ফুটবল নয়। এই গল্পে নায়িকাও আছেন। সেই ভূমিকায় অভিনয় করছেন বর্ষা সেনগুপ্ত (Barsha Sengupta)। প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয়তা পাওয়া বর্ষা, এবার ক্যামেরার সামনে প্রথমবার আসতে চলেছেন। তবে এই সিনেমার সবচেয়ে বড় চমক হল, দীপেন্দু বিশ্বাস নিজে অভিনয় করবেন। তিনিই গল্পের সূত্রধর। আগামি বছর জানুয়ারি থেকে শুরু হবে শ্যুটিং। যদিও সিনেমার পোস্টার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
ভারতীয় ফুটবলের 'মারাদোনা' কৃশানু দে-কে নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ওয়েব সিরিজ। মেহতাব হোসেনকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। এবার সেই তালিকায় জুড়ে গেল দীপেন্দু বিশ্বাসের নাম। এই মুহূর্তে কেরলে মহামেডান স্পোর্টিং দলের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার। জি ২৪ ঘণ্টাকে টেলিফোনে দীপেন্দু বলেন, 'এই বায়োপিকে আমার জীবনের লড়াই তুলে ধরা হয়েছে। ফুটবলকে নিজের সবকিছু হিসেবে বেছে নেওয়ার জন্য বাবা-মা অনেক কিছু ত্যাগ করেছেন। টিএফএ-এর শুরু থেকে পরবর্তী সময় প্রদীপ স্যর, অমল স্যর, ভৌমিক দা এবং আরও অনেক মানুষের অবদান ভুলতে পারব না। আমার সঙ্গে সেই মানুষগুলোর প্রাপ্য সম্মান পাওয়া উচিত। আশাকরি সেই দিকগুলো বায়োপিকে তুলে ধরা হবে।'
আরও পড়ুন: Sadio Mane, FA Qatar World Cup 2022: চোট পাওয়া সাদিও মানে-কে রেখেই দল গড়ল সেনেগাল, কেমন হল দল?
দীপেন্দুর মতো এই সিনেমার পরিচালকের কাছেও এটা নতুন অভিজ্ঞতা। কারণ শ্রী প্রীতম গায়ক ও সুরকার হিসেবে পরিচয় গড়েছেন। এর আগে প্রসেনজিত চট্টোপাধ্যায়ের 'বিক্রম সিংহ' থেকে শুরু করে একাধিক 'মশালা' সিনেমায় সুর দিয়েছেন। এহেন তরুণ নিয়েছেন নতুন চ্যালেঞ্জ। নতুন ইনিংস নিয়ে শ্রী প্রীতমও উচ্ছস্বিত। তিনি টেলিফোনে বলেন, 'আমি ছোটবেলা থেকেই দীপু-দার পাগল ফ্যান। ময়দান থেকে শুরু করে যুবভারতী স্টেডিয়াম, সুযোগ পেলেই ওঁর খেলা দেখেছি। সেই মানুষটার জীবন রুপোলি পর্দায় তুলে ধরার ইচ্ছা অনেকদিনের ছিল। জানি কাজটা চ্যালেঞ্জিং। তবুও এই চ্যালেঞ্জ নিলাম।'
সাধারণত ক্রীড়াবিদদের বায়োপিক তৈরি করার সবচেয়ে বড় সমস্যা হল সঠিক অভিনেতা নির্বাচন। যদিও পরিচালকের দাবি তরুণ রোহন ভট্টাচার্য 'দীপু'-র চরিত্রে একেবারে মানানসই। শ্রী প্রীতম ফের যোগ করলেন, 'রোহন একটা সময় নিয়মিত ফুটবল খেলত। এখনও সুযোগ পেলে মাঠে নেমে যায়। ওকে বেছে নেওয়ার পর ছেলেটা অনুশীলনও শুরু করে দিয়েছে। দীপু-দার ম্যানারিজম, ফুটবল খেলার স্টাইল, বল কন্ট্রোল সবকিছু রপ্ত করার চেষ্টা করছে। সেইজন্য দীপু-দার সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেছে রোহন।'
দীপেন্দু বিশ্বাসর ফুটবল জীবনে একটা সময় অন্ধকার নেমে এসেছিল। তাঁর হৃদযন্ত্রে সমস্যা হওয়ার জন্য। সেই দিকটা কি সিনেমায় তুলে ধরা হবে? শ্রীপ্রীতমের প্রতিক্রিয়া, 'একেবারেই না। কারণ ওটা নেতিবাচক দিক। বরং আমরা দীপু-দার জীবনের লড়াইকেই বড় করে দেখাচ্ছি। তাছাড়া একটা আনটোল্ড স্টোরি থাকছে। যেটা এখনও পর্যন্ত কেউ জানেন না। সেই দিকটাই আমরা বড় আকারে দেখাব। এবং দীপু-দার জীবনের সেই ঘটনা নিয়েই সিনেমার শুরু।'
রের জীবন নিয়ে
ফুটবলারের জীবন যখন গল্প, তখন ৯০ মিনিটের যুদ্ধকেই প্রাধান্য দেওয়া হবে। এটাই স্বাভাবিক। তবে প্রেক্ষাগৃহে দর্শক টানার জন্য রোমান্স, ইমোশন সবকিছুই থাকবে। যদিও পরিচালকের দাবি, বাঙালির ফুটবল আবেগের কথা মাথায় রেখে, বিপক্ষের জালে বঙ্গ স্ট্রাইকার বল জড়াচ্ছেন সেটাই প্রাধান্য পাবে। কানায় কানায় ভর্তি গ্যালারি জুড়ে উঠবে 'দীপু...দীপু...স্লোগান।'
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)