মারাকানায় দুবছর আগের দুঃস্বপ্নের রাতের বদলা নেওয়ার সুযোগ ব্রাজিলের সামনে

মারাকানায় দুবছর আগের দুঃস্বপ্নের রাতের বদলা নেওয়ার সুযোগ ব্রাজিলের সামনে। শনিবার রাতে অলিম্পিকের ফুটবলের ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও জার্মানি। দুবছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে এই জার্মানির কাছে ১-৭ গোলে পরাজিত হয়েছিল সেলেকাওরা। অন্ধকারে ডুবে গিয়েছিল ব্রাজিলের ফুটবল। দুবছরে অবশ্য হেভিওয়েট দুটো দলেই অনেক রদবদল হয়েছে। অলিম্পিকের ইতিহাসে প্রথমবার সোনা জেতার হাতছানি পেলের দেশের সামনে।

Updated By: Aug 20, 2016, 04:27 PM IST
মারাকানায় দুবছর আগের দুঃস্বপ্নের রাতের বদলা নেওয়ার সুযোগ ব্রাজিলের সামনে

ওয়েব ডেস্ক: মারাকানায় দুবছর আগের দুঃস্বপ্নের রাতের বদলা নেওয়ার সুযোগ ব্রাজিলের সামনে। শনিবার রাতে অলিম্পিকের ফুটবলের ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও জার্মানি। দুবছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে এই জার্মানির কাছে ১-৭ গোলে পরাজিত হয়েছিল সেলেকাওরা। অন্ধকারে ডুবে গিয়েছিল ব্রাজিলের ফুটবল। দুবছরে অবশ্য হেভিওয়েট দুটো দলেই অনেক রদবদল হয়েছে। অলিম্পিকের ইতিহাসে প্রথমবার সোনা জেতার হাতছানি পেলের দেশের সামনে।

আরও পড়ুন ভারত ব্যাডমিন্টনে সিন্ধুর হাত ধরে পদক পাচ্ছে 'সক্রেটিস'-এর জন্য!

অধরা এই সোনার জন্য ব্রাজিলের জার্সিতে অলিম্পিকে নেমেছেন নেইমার। শেষ দুটো ম্যাচে চেনা মেজাজে পাওয়া গিয়েছে ব্রাজিলের ওয়ান্ডার বয়কে। মেগা ফাইনালে দলকে জিতিয়ে নায়ক হতে চান নেইমার।

আরও পড়ুন  দেশের সবথেকে কম বয়সী প্রধানমন্ত্রীর আজ জন্মদিন, জানুন পাঁচটি তথ্য

.