Kolkata Metro: খেলাধুলা আপাতত বন্ধ! পার্পল লাইনকে জায়গা করে দিতেই সরবে ময়দানের পাঁচটি ক্লাব? আলোচনা তুঙ্গে
দুটি স্টেশন তৈরির জন্য বেশ কিছু জমি দরকার। সেইজন্য গত ১৭ জুলাই, পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশনের ময়দান তাঁবুর সম্মেলন কক্ষে একটি যৌথ সভা ডাকা হয়েছিল। যেখানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিভাগের সচিব ডঃ সৌমিত্র মোহন এই সভায় সভাপতিত্ব করেছিলেন। এই বৈঠকে রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) এই এলাকায় প্রকল্পের কাজ চালাতে শুরু করার জন্য ময়দান এলাকার পাঁচটি ক্লাব অস্থায়ীভাবে বন্ধ ও স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জোকা-এসপ্লানেড মেট্রো (Joka-Easplanade Metro Work) কাজের জন্য ময়দানে (Kolkata Maidan) বন্ধ থাকতে চলেছে পাঁচটি ক্লাব। খুব দ্রুত পার্ক স্ট্রিট (Park Street) এবং এসপ্লানেড মেট্রো স্টেশনে (Easplanade) নতুন নির্মাণ কাজ শুরু হবে। জোকা-এক্সপ্লানেড মেট্রো করিডরে এই দুটি স্টেশন সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্যালকাটা পুলিস ক্লাব (Calcutta Police Club), ক্যালকাটা ক্যানেলস ক্লাব (Calcutta Kennels Club), রাজস্থান ক্লাব (Rajasthan Club), কালীঘাট ক্লাব (Kalighat Club), খিদিরপুর স্পোর্টিং ক্লাব (Kidderpore Sporting Club) কিছুদিনের জন্য বন্ধ থাকবে অথবা নতুন জায়গায় স্থানান্তরিত করা হবে। এমনকি কলকাতা মাউন্টেড পুলিস প্যাডক এন্ড রাইডিং স্কুল (Kolkata Mounted Police Paddock and Riding School) পুরোপুরি ভাবেই স্থানান্তরিত হতে চলেছে। কারণ এই স্কুলের মাঠেই এক্সপ্লানেড মেট্রো স্টেশনের কিছু অংশ নির্মিত হবে। শুক্রবার কলকাতা মেট্রো রেলের (Kolkata Metro Railway) তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে।
আরভিএনএল-এর চিফ প্রজেক্ট ম্যানেজার শ্রী হরসিমরান সিং, আরভিএনএল-এর অন্যান্য আধিকারিকরা, প্রতিরক্ষা মন্ত্রক, কলকাতা পৌর নিগমের আধিকারিকরা, কলকাতা পুলিস ট্র্যাফিক বিভাগের যুগ্ম কমিশনার, কলকাতা পুলিসের অতিরিক্ত পুলিস কমিশনার (সদর দফতর) এবং অন্যান্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। আরভিএনএল মেট্রোর কাজ শেষ হওয়ার পরে কাঠামোগুলি পুনর্নির্মাণ বা পুনরুদ্ধার করে এই পাঁচটি ক্লাবকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তে সম্মত হয়েছে।
এই দুটি স্টেশন তৈরির জন্য বেশ কিছু জমি দরকার। সেইজন্য গত ১৭ জুলাই, পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশনের ময়দান তাঁবুর সম্মেলন কক্ষে একটি যৌথ সভা ডাকা হয়েছিল। যেখানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিভাগের সচিব ডঃ সৌমিত্র মোহন এই সভায় সভাপতিত্ব করেছিলেন। এই বৈঠকে রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) এই এলাকায় প্রকল্পের কাজ চালাতে শুরু করার জন্য ময়দান এলাকার পাঁচটি ক্লাব অস্থায়ীভাবে বন্ধ ও স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিস ক্লাব, ক্যালকাটা ক্যানেলস ক্লাব, রাজস্থান ক্লাব, কালীঘাট ক্লাব অ্যান্ড স্পোর্টস গ্রাউন্ড, খিদিরপুর স্পোর্টিং ক্লাব মেট্রোর নির্মাণ কাজের সময় প্রভাবিত হবে। এই ক্লাবগুলি এই প্রকল্পের নির্মাণ কাজের জন্য মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে সম্মত হয়েছে। এমনকি কলকাতা মাউন্টেড পুলিস প্যাডক এবং রাইডিং স্কুলস্থায়ীভাবে স্থানান্তরিত হবে। কারণ আসন্ন এসপ্ল্যানেড স্টেশনের ওভারগ্রাউন্ড কাঠামোর কিছু অংশ এই স্কুলের মাঠে তৈরি করা হবে।
এই বৈঠকে উপস্থিত সমস্ত ক্লাবের প্রতিনিধিরা তাদের ক্লাবগুলি বন্ধ ও স্থানান্তর করতে সম্মত হয়েছেন। কলকাতা পুলিস ক্লাব এবং কলকাতা মাউন্টেড পুলিস প্যাডক এবং রাইডিং স্কুলকে তাদের বর্তমান অবস্থান থেকে স্থায়ীভাবে স্থানান্তরিত করার জন্য একটি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হয়েছে।