নতুন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে যুবভারতী

Updated By: Oct 13, 2017, 09:15 AM IST
নতুন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে যুবভারতী

ওয়েব ডেস্ক: নতুন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে যুবভারতী। যুবভারতীতেই প্রথম মহিলা রেফারি হিসাবে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে চলেছেন সুইজারল্যান্ডের এস্থার স্টাউব্লি।যুব বিশ্বকাপের আয়োজন করে ইতিহাস গড়ে ফেলেছে যুবভারতী। এবার নতুন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে এই স্টেডিয়াম। যুবভারতীতেই প্রথম মহিলা রেফারি হিসাবে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে চলেছেন সুইজারল্যান্ডের প্রাক্তন ফুটবলার এস্থার স্টাউব্লি। মহিলা ফুটবলকে জনপ্রিয় করার অঙ্গ হিসাবেই মহিলা রেফারিদের বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করার সুযোগ দিচ্ছে ফিফা।

আরও পড়ুন যুব বিশ্বকাপে টিকিট নিয়ে হাহাকার তবু, গ্যালারি ভরছে না কেন?

১৪ অক্টোবর জাপান বনাম নিউ ক্যালেডোনিয়া ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন স্টাউব্লি। দুহাজার ছয় সাল থেকে ফিফার রেফারি হিসাবে কাজ করছেন তিনি। এর আগে কানাডায় মহিলাদের অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপে রেফারিং করেছিলেন স্টাউব্লি।

আরও পড়ুন  আইপিএলেও খেলব না, অবসর ঘোষণা করে মন্তব্য নেহরার 

.