FIFA World Cup 2022: কাপ যুদ্ধের আগেই বিপত্তি, নিগৃহীত সাংবাদিক! ক্ষমা চাইল ফিফা
দোহার রাস্তায় দাঁড়িয়ে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিশ্বকাপ সংক্রান্ত খবর দিচ্ছিলেন ডেনমার্কের টিভি ২ চ্যানেলের সাংবাদিক ব়্যাসমাস টেন্টহোল্ট। চিত্র সাংবাদিক-সহ সেখানে সেই চ্যানেলের কর্মীরাও ছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আরও তিন দিন। এর আগে একের পর এক বিতর্কে জড়িয়ে যাচ্ছে কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022)। এবার সাংবাদিককে নিগ্রহ করার মারাত্মক অভিযোগ উঠে গেল বিশ্বকাপ কর্তৃপক্ষের বিরুদ্ধে। দোহার রাস্তায় সংবাদমাধ্যমের কাজে বাধা দেওয়া এবং ক্যামেরা ভাঙার হুমকির ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। তবে শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নিয়েছে প্রতিযোগিতার আয়োজক কিমিটি ও ফিফা।
— Rasmus Tantholdt TV2 (@RasmusTantholdt) November 15, 2022
দোহার রাস্তায় দাঁড়িয়ে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিশ্বকাপ সংক্রান্ত খবর দিচ্ছিলেন ডেনমার্কের টিভি ২ চ্যানেলের সাংবাদিক ব়্যাসমাস টেন্টহোল্ট। চিত্র সাংবাদিক-সহ সেখানে সেই চ্যানেলের কর্মীরাও ছিলেন। কাজ করার সময় তিন জন এসে হাজির হন। শোনা যাচ্ছে সেই তিন জন নাকি বিশ্বকাপ আয়োজক কমিটির সঙ্গে যুক্ত। তাঁরা সেখানে পৌঁছে ছবি তোলায় বাধা দেন। ক্যামেরার লেন্স চেপে ধরা হয়। ঘটনায় উত্তেজিত সাংবাদিক বিশ্বকাপের পরিচয়পত্র ও ভিডিয়ো তোলার অনুমতিপত্র দেখিয়ে দাবি করছেন, পাবলিক প্লেসে এভাবে ছবি তোলায় বাধা দেওয়া যায় না। তবে তাঁর কথা শোনা হয়নি।
আরও পড়ুন: FIFA World Cup 2022: কাপ যুদ্ধের আগেই বিপত্তি, নিগৃহীত সাংবাদিক! ক্ষমা চাইল ফিফা
— Rob Harris (@RobHarris) November 16, 2022
ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, ওই সাংবাদিক বলছেন, আপনারা গোটা বিশ্বকে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে কেন আমরা ছবি তুলতে পারব না? আপনি ক্যামেরা ভেঙে দিতে চান? আপনি ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন? এই দৃশ্য ভাইরাল হতে সময় লাগেনি। সংবাদমাধ্যমের কাজে নিয়মবিরুদ্ধভাবে হস্তক্ষেপের প্রতিবাদে সমালোচনার ঝড় ওঠে। এরপর এক বিবৃতিতে সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি জানিয়েছে, ওই সাংবাদিকদের সচিত্র পরিচয়পত্র দেখার পর সেখানে কর্মরত নিরাপত্তারক্ষীরা ক্ষমা চেয়ে নিয়েছেন ওই চ্যানেলের প্রতিনিধিদের কাজে। এরপর সেখান থেকে সরাসরি সম্প্রচারের কাজ চালিয়ে গিয়েছেন সাংবাদিকরা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)