Lionel Messi, FIFA World Cup 2022: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোন দগদগে 'অভিশাপ' কাটাতে মরিয়া মেসি? জেনে নিন

২০১০ বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে একটি, ২০১৪ সালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে একটি। বাকি দুটি ২০১৮ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে ফ্রান্সের বিরুদ্ধে দেখা গিয়েছিল। চারটি অ্যাসিস্ট, অথচ একটিও গোল নেই! সেইজন্যই তো 'অভিশাপ' বলা হচ্ছে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেসির সামনে আরও একটি সুযোগ সেই 'অভিশাপ' কাটানোর।  

Updated By: Dec 3, 2022, 09:32 PM IST
Lionel Messi, FIFA World Cup 2022: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোন দগদগে 'অভিশাপ' কাটাতে মরিয়া মেসি? জেনে নিন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নক আউট ম্যাচে গোল করে এমনভাবে সেকিব্রেশন করতে চাইবেন লিওনেল মেসি। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আক্ষরিক অর্থে 'অভিশাপ'! এক অদ্ভুত 'অভিশাপ'! যে অভিশাপ গত চার বিশ্বকাপে তাঁর সঙ্গে জড়িয়ে আছে। লিওনেল মেসি (Lionel Messi) বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে এখনও পর্যন্ত সর্বাধিক ২২টি ম্যাচ খেলে আট গোল করে বসে আছেন। আর কয়েক ঘণ্টা পরেই চলতি বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা (Argentina)। ভেন্যু আহমদ বিন আলী স্টেডিয়াম। অজিদের বিরুদ্ধে একটি গোল করলেই ছাপিয়ে যাবেন তাঁর 'আইডল' দিয়েগো মারাদোনাকে (Diego Maradona)। কিন্তু জানেন, এহেন 'এল এম টেন' (LM 10) এখনও পর্যন্ত নক আউটে একটিও গোল করতে পারেননি। সবকটা গোল তাঁর পা থেকে এসেছে কাপ যুদ্ধের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে। তবে কি বিশ্বকাপের নকআউট রাউন্ডে একেবারেই ব্যর্থ ছিলেন মেসি? উত্তর, না। মেসি এর আগে বিশ্বকাপের নক আউটে রাউন্ডে চারবার গোলমুখী অ্যাসিস্ট করেছেন। 

২০১০ বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে একটি, ২০১৪ সালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে একটি। বাকি দুটি ২০১৮ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে ফ্রান্সের বিরুদ্ধে দেখা গিয়েছিল। চারটি অ্যাসিস্ট, অথচ একটিও গোল নেই! সেইজন্যই তো 'অভিশাপ' বলা হচ্ছে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেসির সামনে আরও একটি সুযোগ সেই 'অভিশাপ' কাটানোর।

কাতারকে নিয়ে এখনও পর্যন্ত ১৭ বছরের কেরিয়ারে মেসি বিশ্বকাপ খেলেছেন পাঁচটি। ২০১০ সাল ছাড়া প্রতিবার তাঁর পা থেকে গোল দেখেছে ফুটবল দুনিয়া। মেসি তাঁর প্রথম বিশ্বকাপ খেলেন ২০০৬ সালে। সেই বিশ্বকাপে গ্রুপ পর্বে সার্বিয়ার বিরুদ্ধে প্রথম বিশ্বকাপ গোলের দেখা পান মেসি। অপরাজিত থেকেই গ্রুপ পর্ব থেকে  রাউন্ড অব সিক্সটিনে যায় আর্জেন্টিনা। সেখানে সামনে ছিল মেক্সিকো। সেই ম্যাচে গোল পাননি মেসি। এরপর কোয়ার্টার ফাইনালে জার্মানির বিরুদ্ধে তাঁর হার দেখতে হয়েছিল বেঞ্চে বসে। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তো খাতাই খুলতে পারেননি তিনি।  

আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: অজিদের বিরুদ্ধে কোন জোড়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন মেসি? জানতে পড়ুন

আরও পড়ুন: VAR, FIFA World Cup 2022: 'ভার প্রযুক্তি হজম করা কঠিন', অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বিস্ফোরক মেসিদের কোচ

তবে মেসির বিশ্বকাপ কেরিয়ারের সেরা সময়টা কেটেছে ২০১৪ বিশ্বকাপে। চিরপ্রতিদ্বন্দী ব্রাজিলে আয়োজিত সেই বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। তবে সেবারও নকআউট রাউন্ডে গোল করতে পারেননি। গ্রুপ পর্বে তিন ম্যাচে চার গোল করার পর নক আউট রাউন্ডে ফাইনালের আগে পর্যন্ত আর্জেন্টিনা জয় পেয়েছিল সুইৎজারল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে। মেগা ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হারের ম্যাচেও, মেসির কাছে গোল ছিল অধরা।

২০১৮ বিশ্বকাপটাও তেমন ভালো যায়নি তাঁর। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে গোল করলেও রাউন্ড অব সিক্সটিনে ফ্রান্সের বিরুদ্ধে গোল করতে পারেননি। সেই কিলিয়ান এমবাপেদের কাছে ৪-৩ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। 

তবে চলতি কাতার বিশ্বকাপে ছন্দে আছেন মেসি। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ সৌদি আরব ও মেক্সিকোর বিরুদ্ধে গোল করেছেন। পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করলেও ম্যাচে কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন দলের অধিনায়ক।  

আগেই ঘোষণা দিয়েছেন চলতি বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। তাই নক আউট রাউন্ডের প্রতিটি ম্যাচই তাঁর জন্য 'অলিখিত ফাইনাল'। এমন ম্যাচে গোল করার অন্য একটা 'মোটিভেশন' পাচ্ছেন মেসি। কারণ অজিদের বিরুদ্ধে কেরিয়ারের ১০০০তম ম্যাচ খেলতে নামবেন মেসি। সঙ্গে এই ম্যাচে গোল করতে পারলে মারাদোনাকে টপকেও যাবেন। 'অভিশাপ' কাটানোর সেরা মঞ্চ এর চেয়ে ভালো আর কী হতে পারে মেসির জন্য। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.