Lionel Messi, FIFA World Cup 2022: কোন অঙ্কে প্রি কোয়ার্টার ফাইনালে যাবে মেসির আর্জেন্টিনা? জানতে পড়ুন
2022 FIFA World Cup: আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসের দাবি, আর্জেন্টিনা দলে একাধিক বদল আসতে পারে। ডিফেন্স ও আক্রমণ ভাগ নিয়ে পরীক্ষা করতে রাজি নন হেড কোচ লিওনেল স্কালোনি। তবে মাঝমাঠে কিছু বদল করতে পারেন লিওনেল মেসিদের কোচ।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2022) নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের (Saudi Arabia) কাছে হার সব হিসেব ঘেঁটে দিয়েছে। কারণ আর্জেন্টিনা (Argentina) এগিয়ে থাকলেও ১-২ ব্যবধানে হারতে হয়েছিল। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত মুখের উপর দুই হাতে চেপে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)।
তাই মেসির দাপটে মেক্সিকোর (Mexico) বিরুদ্ধে ০-২ ব্যবধানে জিতলেও, নক আউট এখনও নিশ্চিত নয়। তাই পরের রাউন্ডে যেতে হলে রবার্ট লেওনডস্কির (Robert Lewandowski) পোল্যান্ডকে (Poland) হারাতেই হবে। ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। ৯০ মিনিটের যুদ্ধ শুরু হওয়ার আগে দেখে নিন গ্রুপ-সি'তে কোন দল কোথায় দাঁড়িয়ে আছে।
আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: 'অপমানের জবাব দিয়ে লিও-ই বিশ্বকাপ জিতবে', দাবি করলেন মেসির মা
দেখে নিন গ্রুপ-সি'র দুটি ম্যাচের আগে লিগ টেবলের পরিস্থিতি:
সৌদি আরব-মেক্সিকো (ভারতীয় সময় রাত ৮:৩০ মিনিট)
পোল্যান্ড-আর্জেন্টিনা (ভারতীয় সময় রাত ১২:৩০ মিনিট)
দল ম্যাচ জয় ড্র হার গোল পার্থক্য পয়েন্ট
পোল্যান্ড ২ ১ ১ ০ ২/০ ৪
আর্জেন্টিনা ২ ১ ০ ১ ৩/২ ৩
সৌদি আরব ২ ১ ০ ১ ২/৩ ৩
মেক্সিকো ২ ০ ১ ১ ০/২ ১
১) পোল্যান্ডকে হারালেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরব যদিও মেক্সিকোর বিরুদ্ধে ড্র করে, তাহলেও দ্বিতীয় রাউন্ডে চলে যাবে মেসির দল। তবে প্রথম ম্যাচ সৌদিরা জিতলে আর্জেন্টিনাকে কিন্তু জিততেই হবে। এদিকে মেক্সিকো যদি জিতে যায় এবং পরের ম্যাচে আর্জেন্টিনা ড্র করলে চলে আসবে গোল পার্থক্যের হিসেব।
২) আর্জেন্টিনার বিরুদ্ধে ১ পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ডে যাবে পোল্যান্ড। হেরে গেলে লেওনডস্কিদের পরের পর্বে যাওয়ার আশা শেষ হয়ে যাবে। তবে সৌদি আরব বনাম মেক্সিকো ম্যাচটি ড্র হলে কিংবা মেক্সিকো জিতলে শেষ ষোলোতে যেতে পারে পোল্যান্ড।
৩) মেক্সিকোকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠবে সৌদি আরব। তবে আরবের দল যদি মেক্সিকোর সঙ্গে ড্র করে তাহলে কিন্তু তাদের আশা শেষ হয়ে যাবে না। কারণ, আর্জেন্টিনা যদিও পোল্যান্ডের কাছে হেরে যায় তাহলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক আউটে যাবে সৌদি।
৪) লিগ টেবলের সবার নীচে রয়েছে মেক্সিকো। তাদের কে শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে পোল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচের দিকে। সেক্ষেত্রে আর্জেন্টিনা হারলে কপাল খুলবে মেক্সিকানদের। আর্জেন্টিনা জিতলে কিংবা ড্র করলে, সৌদিদের হারিয়েও গোলের হিসাব করতে হবে মেক্সিকোকে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)