Karim Benzema, FIFA World Cup 2022: করিম বেঞ্জিমা মেগা ফাইনালে ফিরবেন? প্রশ্ন শুনেই মুখ ফেরালেন দিদিয়ের দেশঁ!
কাপ যুদ্ধের ফাইনালে না নামলেও, তারকা স্ট্রাইকার বেঞ্জিমা কাতারে যেতেই পারেন। তাঁকে অবশ্য ফ্রান্সের জার্সি পরে খেলতে দেখা যাবে না। তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদও কাতার যাওয়ায় বাধা দেয়নি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিযোগিতার শুরুতেই 'মিনি হাসপাতাল' হয়ে যাওয়া দলটা ১৮ ডিসেম্বর চলতি বিশ্বকাপের ফাইনাল (FIFA World Cup 2022) খেলতে নামবে! অনেকেই ভাবতে পারেননি। দলকে ফাইনালে নিয়ে গেলেও, একাধিক ফরাসি সংবাদমাধ্যম এখনও দিদিয়ের দেশঁ-র (Didier Deschamps) বিরুদ্ধে একের পর এক তোপ দেগেই চলেছেন। এরমধ্যে আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে মেগা ফাইনালে নামার আগে ফরাসি মিডিয়া আবার বাজারে ছেড়ে দিয়েছেন যে, করিম বেঞ্জিমা (Karim Benzema) নাকি ফাইনালে ফিরছেন! সেই প্রশ্ন শুনেই মেজাজ গরম করে ফেললেন গত বিশ্বকাপ জয়ী কোচ।
সাংবাদিক বৈঠকে দিদিয়ের দেশঁ-কে প্রশ্ন করা হয়েছিল, করিম বেঞ্জিমা কি ফাইনালে খেলছেন? দেশঁ ছোট্ট কথায় বলেন, 'এই প্রশ্নের উত্তর দিতে চাই না। ক্ষমা করবেন, পরবর্তী প্রশ্ন করুন।' ফলে বোঝাই যাচ্ছিল যে, চোটের জন্য ছিটকে যাওয়া বেঞ্জিমাকে ফাইনালে খেলানোর কোনও ইচ্ছা তাঁর নেই।
তবে কাপ যুদ্ধের ফাইনালে না নামলেও, তারকা স্ট্রাইকার বেঞ্জিমা কাতারে যেতেই পারেন। তাঁকে অবশ্য ফ্রান্সের জার্সি পরে খেলতে দেখা যাবে না। তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদও কাতার যাওয়ায় বাধা দেয়নি।
বিশ্বকাপ শুরু হওয়ার কয়েকদিন আগে বাম উরুর কোয়াড্রিসেপসে চোট পেয়েছিলেন বেঞ্জিমা। তবে তিনি না থাকলেও ফরাসি শিবির কিন্তু বড় সমস্যায় পড়েনি। তবে শুধু বেঞ্জিমা নন, এনগোলো কান্তে (N'Golo Kante), পল পোগবার (Paul Pogba) মতো তারকারা আগেই ছিটকে গিয়েছিলেন। কাতারে পা রাখার পর চোটের পেয়ে ছিটকে যান ডিফেন্ডার প্রেসনেল কিম্বেম্বে (Presnel Kimpembe)। একটা ম্যাচ খেলার পর তালিকায় নাম লিখিয়ে ফেলেছিলেন লুকাস হার্নান্ডেজ।
ফলে ২৬ থেকে ২৪ জনের স্কোয়াড হয়েছিল ফ্রান্সের। তবে দেশঁ কিন্তু তাঁর স্কোয়াডে আর ফুটবলার বাড়াতে চান নি। সেটা নিয়ে তাঁকে সমালোচনা হজম করতে হয়েছিল। তবুও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি বিশ্বজয়ী কোচ। ফাইনালের আগেও তিনি নিজের সিদ্ধান্তে অটল রয়ে গেলেন। এবার আর্জেন্টিনাকে হারিয়ে কোচ হিসেবে দ্বিতীয় বিশ্বকাপ জিততে পারেন কিনা সেটাই দেখার।