Lionel Messi and Kylian Embappe, FIFA World Cup 2022: ১২ বছরের জুনিয়র এমবাপের বিরুদ্ধে জিততেই পারেননি মেসি! দেখে নিন চমকে দেওয়া তথ্য

বিশ্বকাপে এর আগে একবারই মেসির মুখোমুখি হয়েছেন এমবাপে। রাশিয়া বিশ্বকাপের শেষ প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে। ২০১৮ সালে কাজান স্টেডিয়ামে ৪-৩ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শেষ আটে চলে গিয়েছিল ফ্রান্স। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন এমবাপে। মেসি গোল পাননি। তবে দুটি গোলে তাঁর অ্যাসিস্ট ছিল। পরে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স।

Updated By: Dec 15, 2022, 07:49 PM IST
Lionel Messi and Kylian Embappe, FIFA World Cup 2022: ১২ বছরের জুনিয়র এমবাপের বিরুদ্ধে জিততেই পারেননি মেসি! দেখে নিন চমকে দেওয়া তথ্য
২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে লিওনেল মেসিকে স্বান্তনা দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কার জার্সিতে তৃতীয় তারা যোগ হবে? লিওনেল মেসি (Lionel Messi) না কিলিয়ান এমবাপের (Kylian Embappe) জার্সিতে? ১৮ ডিসেম্বর লুসেল স্টেডিয়ামের আয়োজিত চলতি বিশ্বকাপের (FIFA World Cup 2022) ফাইনাল সেই প্রশ্নের জবাব দেবে। ১৯৭৮-এর পর ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা (Argentina)। তেমনভাবেই ১৯৯৮ সালের পর ২০১৮ সালে বিশ্বজয়ী হয়েছিল ফ্রান্স (France)। ৩৫ বছরের 'এল এম টেন' (LM 10) তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন। কেরিয়ারে প্রথমবার বিশ্বকাপ জয়ের টার্গেট নিয়ে। সেখানে এমবাপে মাত্র ১৯ বছর বয়সেও এই সোনালি কাপ হাতে তুলে নিয়েছিলেন। এবারও যদি তাঁর দল জয়ী হয়, তাহলে মাত্র ২৩ বছর বয়সে দু'বার কাপ জয়ের স্বাদ পাবেন। গড়বেন বিশ্ব রেকর্ড। এমন একটা প্রেক্ষাপটে মেসি ও এমবাপের ডুয়েলের দিকে চোখ রাখলে দেখা যাবে, লিও থেকে ১২ বছরের ছোট স্ট্রাইকার অনেক এগিয়ে আছেন। 

বিশ্বকাপে এর আগে একবারই মেসির মুখোমুখি হয়েছেন এমবাপে। রাশিয়া বিশ্বকাপের শেষ প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে। ২০১৮ সালে কাজান স্টেডিয়ামে ৪-৩ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শেষ আটে চলে গিয়েছিল ফ্রান্স। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন এমবাপে। মেসি গোল পাননি। তবে দুটি গোলে তাঁর অ্যাসিস্ট ছিল। পরে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স।

এছাড়া বিশ্বকাপের বাইরে ক্লাব ফুটবলে দু'বার মেসির মুখোমুখি হয়েছেন এমবাপে। ২০২০-২১ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল বার্সেলোনা (Barcelona FC) ও প্যারিস সাঁ জাঁ (Paris Saint Germain F.C)। মেসি তখনও বার্সেলোনার ফুটবলার। ক্যাম্প ন্যুতে প্রথম লেগে পিএসজি ৪-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছিল। হ্যাটট্রিক করে সেই জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন এমবাপে। পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন মেসি। সেই বছর পিএসজির মাঠে ফিরতি লেগ ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা। এই ম্যাচেও দুই দলের দুই গোলদাতা মেসি ও এমবাপে। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে জিতে জয়ে এমবাপের পিএসজি-ই উঠেছিল কোয়ার্টার ফাইনালে।  

আরও পড়ুন: Lionel Messi and Lionel Scaloni, FIFA World Cup 2022: স্কালোনির একটা হোয়াটসঅ্যাপ এবং বদলে যাওয়া আর্জেন্টিনা-লিওনেল মেসি

আরও পড়ুন: Lionel Scaloni, FIFA World Cup 2022: বিশ্বকাপ জিতে মেনোত্তি, বিলার্দোর তালিকায় নাম লেখাতে পারবেন 'পার্ট টাইম' থেকে 'ফুল টাইম' কোচ লিওনেল স্কালোনি?

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেই হারের পাঁচ মাস পরেই বার্সা ছেড়ে পিএসজি-তে যোগ দেন 'এল এম টেন'। সতীর্থ হন এমবাপের। পিএসজি-র জার্সিতে প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স করতে পারেননি। একাধিক সময় চোট-আঘাতে ভুগেছেন আর্জেন্টিনার অধিনায়ক। ৩৪ ম্যাচে করেন ১১ গোল। এবার বিশ্বকাপের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে করেছেন ২৩ গোল। 

গত মরসুম থেকে বিশ্বকাপের আগে পর্যন্ত ৪৮ ম্যাচে একসঙ্গে মাঠে নেমেছেন মেসি ও এমবাপে। এরমধ্যে এমবাপের পাস থেকে মেসি করেছেন ১১ গোল। অন্যদিকে এমবাপের ১৫টি গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। ফলে ফ্রান্সের তারকার সঙ্গে পিএসজি-তে লিগ ও ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছেন মেসি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.