VAR, FIFA World Cup 2022: 'ভার প্রযুক্তি হজম করা কঠিন', অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বিস্ফোরক মেসিদের কোচ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি কাতার বিশ্বকাপকে (FIFA World Cup 2022) আরও নিখুঁত করে তোলার জন্য 'ভার'-এর (Video Assistant Referee) আমদানি করেছে ফিফা (FIFA)। তবে এই অত্যাধুনিক প্রযুক্তি একাধিক দলের কাছে এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে জাপানের (Japan) কাছে হেরে যাওয়ার পর 'ভার'-এর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন স্পেনের (Spain) কোচ লুইস এনরিকে (Luis Enrique)। আর এবার 'ভার'-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন আর্জেন্টিনার (Argentina) কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। এর অবশ্য বড় কারণ হল, সৌদি আরবের (Saudi Arabia) বিরুদ্ধে এগিয়ে থেকে নিজেদের প্রথম ম্যাচ তাঁর দল হারলেও, সেই ম্যাচে তিনটি গোল অফসাইডের জন্য বাতিল করে দেওয়া হয়। 

আর কয়েক ঘণ্টা পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে নীল-সাদা বাহিনী। এর আগে স্কালোনির কাছে 'ভার'-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলে দেন, 'এই প্রযুক্তি নিয়ে আমার মনে তীব্র সংশয় রয়েছে। এবং মাঝেমধ্যে 'ভার' থেকে আসা সিদ্ধান্ত হজম করা কঠিন হয়ে যাচ্ছে।' 

কয়েক দিন আগে জাপানের কাছে হেরে ঠিক এমনভাবেই 'ভার'-এর নিন্দা করেছিলেন স্পেনের হেড স্যর। জাপানের দ্বিতীয় গোলের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, জাপান দ্বিতীয় গোল করার আগেই বল গোললাইন পেরিয়ে গিয়েছিল। এই ছবির কথা উল্লেখ করে কটাক্ষের সুরে লুইস এনরিকে 'ভার' নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেছন, 'আমি একটা ছবি দেখেছি। সেই ছবিটা নিশ্চয়ই আসল নয়, কারসাজি করা হয়েছে। সেই ছবিটা আসল হতে পারে না। নিশ্চয়ই ছবিটা বিকৃত করা হয়েছে। তবে আমার মনে কিছুটা সন্দেহ আছে। সিদ্ধান্ত জানাতে 'ভার' যখন এতটা সময় নেয়, তখনই আমার সন্দেহ হচ্ছিল। আমার আর কিছু বলার নেই।' 

আরও পড়ুন: FIFA World Cup 2022: কেন হাফ ডজন গোল বাতিল? কেন বাড়ছে 'ইনজুরি টাইম'? বিশ্লেষণে ফিফা রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: Cristiano Ronaldo, FIFA World Cup 2022: 'অপমানিত' হয়েই মেজাজ হারিয়েছেন রোনাল্ডো! দাবি করলেন ফের্নান্দো স্যান্টোস

সাংবাদিক বৈঠকে আর্জেন্টিনার কোচ জানান তিনি এনরিকের এই বক্তব্যের সঙ্গে একমত। এই নতুন প্রযুক্তি নিয়ে সংশয় রয়েছে তাঁরও। এই নয়া প্রযুক্তি হজম করা তাঁদের পক্ষে ও কঠিন হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন তিনি। কারণ এই 'ভার'-এর জন্যই সৌদির বিরুদ্ধে আর্জেন্টিনার তিনটি গোল বাতিল করে দেওয়া হয়েছিল। এরমধ্যে লিওনেল মেসি একবার ও লাউতারো মার্টিনেজ দু'বার জালে বল জড়িয়েছিলেন।

লুইস এনরিকে ও লিওনেল স্কালোনি এই প্রযুক্তি নিয়ে মুখ খুলেছেন। অবস্থা যে দিকে যাচ্ছে, তাতে আগামি কয়েকদিনের মধ্যে বাকি দলগুলোর তরফ থেকেই কটাক্ষ উড়ে আসতে পারে। কারণ গ্রুপ পর্বের ৪৮টি ম্যাচে 'ভার'-এর সিদ্ধান্তে বাতিল হয়েছে মোট ১৭টি গোল। তার মধ্যে ওপেন প্লে থেকে ৯টি গোল বাতিল হয়েছে। ৮টি গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে। 'ভার' প্রযুক্তির দায়িত্বে থাকা রেফারি মাঠের রেফারিকে পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মেনে গোল বাতিল করেছেন রেফারি। ফলে মাঠে থাকা দলগুলোর বাড়ছে চিন্তা ও সংশয়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

English Title: 
FIFA World Cup 2022: I agree with Luis Enrique, it is difficult to digest new VAR approach, says Lionel Scaloni
News Source: 
Home Title: 

'ভার প্রযুক্তি হজম করা কঠিন', অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বিস্ফোরক মেসিদের কোচ 

VAR, FIFA World Cup 2022: 'ভার প্রযুক্তি হজম করা কঠিন', অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বিস্ফোরক মেসিদের কোচ
Caption: 
'ভার' প্রযুক্তির জন্যই লিওনেল মেসির গোল বাতিল হয়ে গিয়েছিল। ছবি: টুইটার
Yes
Is Blog?: 
No
Section: