Harry Kane | FIFA World Cup 2022: ক্যাপ্টেনকে রুখতে পারল না ফিফাও! সমপ্রেমের সমর্থনে কোটি টাকায় কবজি রাঙালেন কেন!
Harry Kane: হ্যারি কেন খুঁজে নিল প্রতিবাদের অভিনব ভাষা। সমপ্রেমী মানুষদের হৃদয় জয় করতে কবজিতে ঝোলালেন ৫ কোটি ৩০ লক্ষ টাকার রামধনু রোলেক্স।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাতারে সমপ্রেম নিষিদ্ধ। আর বিশ্বকাপে এর প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপের সাতটি দেশ। ইংল্যান্ড এবং ওয়েলসের মতো দেশের ক্যাপ্টেনরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, তাঁরা হাতে 'ওয়ান লাভ' আর্মব্যান্ড পরেই মাঠে নামবেন বিশ্বকাপে (FIFA World Cup 2022)। কিন্তু হ্যারি কেনদের (Harry Kane) সোচ্চার হতে দেয়নি ফিফা (FIFA)। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কাতারের কথা মাথায় রেখেই সমপ্রেম সমর্থনে জারি করে ফতোয়া। ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে,আয়োজক দেশের আইন ও সংস্কৃতি মেনেই চলতে হবে। ইংল্যান্ড অধিনায়ককে গ্রেফতার ও হলুদ কার্ড দেখানোর হুমকিও দিয়েছিল ফিফা। কিন্তু ক্যাপ্টেন কেনকে রুখতে পারল না ইনফ্যান্টিনো অ্যান্ড কোং। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কেনের কবজিতে শোভা পাচ্ছে রামধনু রঙের রোলেক্স ঘড়ি (Daytona Rainbow 116595RBOW)। ৫৬টি হিরে খচিত এই ঘড়ির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি ৩০ লক্ষ টাকা। কেন নিজের অবস্থান থেকে সরলেনই না, উল্টে ফিফাকে টুপি পরিয়ে সারা বিশ্বের সমপ্রেমী মানুষদের হৃদয় জিতে নিলেন তিনি।
আরও পড়ুন: FIFA World Cup 2022: কার বিরুদ্ধে মুখে হাত দিয়ে প্রতিবাদ জানাল ম্যানুয়েল নুয়্যারের জার্মানি?
বিশ্বকাপের আগে থেকে বেশ কয়েকটি সমপ্রেমী অধিকার রক্ষা সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ করছে। সেই প্রতিবাদে যোগ দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। তালিকায় আছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ওয়েলস। এই প্রতিবাদের অংশ হিসেবে তারা একটি বিশেষ আর্মব্যান্ড তৈরি করেছে। যার নাম ‘ওয়ান লাভ’। প্রতিবাদকারী দেশগুলোর অধিনায়করা ঘোষণা করেছিলেন, বিশ্বকাপের ম্যাচে তাঁদের দলের ফুটবলাররা এই আর্মব্যান্ড পরে নামবেন। সরাসরি সমপ্রেম-বিরোধী আইনের বিরোধিতা করার জন্য নয়, সমপ্রেমীদের ভালোবাস ও আবেগকে সমর্থন করার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে দেশে বিশ্বকাপ হচ্ছে সেই দেশের আইন, সংস্কৃতি মেনে চলতে হবে। ইতিমধ্যে ফিফা ঘোষণা করে দিয়েছে, নিয়ম অনুযায়ী কোনও অধিনায়ক এবং সেই দলের ফুটবলাররা এই বিশেষ আর্মব্যান্ড পরতে পারবেন না। এর বদলে, ঐক্য ও সমানাধিকারের বার্তা দিতে বিশেষ আর্মব্যান্ড নিয়ে এসেছে ফিফা। প্রতি রাউন্ডে সেই আর্মব্যান্ডের ‘স্লোগান’ বদলে যাবে। কিন্তু তার বাইরে কিছু পরা যাবে না। শুক্রবার অর্থাৎ আজ মধ্য রাতে ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইউএসএ-র। প্রথম ম্যাচে কেন অ্যান্ড কোং ৬-২ গোলে উড়িয়েছিল ইরানকে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)