যুব বিশ্বকাপ উদ্বোধনের দিনে সংবর্ধিত হলেন পিকে ব্যানার্জি,বাইচুং ভুটিয়ারা

Updated By: Oct 8, 2017, 12:04 PM IST
 যুব বিশ্বকাপ উদ্বোধনের দিনে সংবর্ধিত হলেন পিকে ব্যানার্জি,বাইচুং ভুটিয়ারা

ওয়েব ডেস্ক: যুব বিশ্বকাপ উদ্বোধনের ঐতিহাসিক দিনে সংবর্ধিত হলেন পিকে ব্যানার্জি,বাইচুং ভুটিয়ারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রাক্তন অধিনায়কদের হাতে তুলে দেন স্মারক।ঐতিহাসিক ছবির সাক্ষী থাকল দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়াম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সংবর্ধিত হলেন ভারতের প্রাক্তন অধিনায়করা। যুব বিশ্বকাপের মঞ্চে এশিয়া কাপে, এশিয়ান গেমস আর অলিম্পিকে ভারতের অধিনায়কত্ব করা বারো জন অধিনায়ক সংবর্ধিত করার পরিকল্পনা নিয়েছে ফেডারেশন। সেই মতই শুক্রবার সন্ধ্যেয় প্রধানমন্ত্রীর হাত দিতে সংবর্ধিত করা হল বাইচুং-সুনীলদের। সবার আগে সংবর্ধিত হন কিংবদন্তি পি কে ব্যানার্জি। বাংলার বিখ্যাত এই ফুটবলারকে হুইল চেয়ারে করে নিয়ে আসেন এই প্রজন্মের দুই সেরা ফুটবলার বাইচুং আর বিজয়ন।

আরও পড়ুন ফুটবল বিশ্বকাপের মঞ্চে প্রথমবার বাজল ভারতের জাতীয় সঙ্গীত

তারপর একে একে সংবর্ধিত হন নইম,বিজয়ন,বাইচুং,সুনীলরা। তবে অনুষ্ঠানের সুর একবার কাটে সঞ্চালকের ভুল ঘোষণায়। মাঠে সঞ্চালক ঘোষণা করেন যে সংবর্ধিত হবেন ভাস্কর গাঙ্গুলি। কিন্তু দেখা যায় কিংবদন্তি গোলকিপারের জায়গায় সংবর্ধিত হচ্ছেন আরেক বিখ্যাত গোলকিপার ব্রক্ষানন্দ। জোয়াকিম আব্রাঞ্চেসের মত ফুটবলার সংবর্ধিত হলেও,কোনও অজ্ঞাত কারণে এই তালিকা থেকে বাদ পড়ে গেছেন প্রসূন ব্যানার্জি,হাবিব,অরুণ ঘোষের মত ফুটবলার।

আরও পড়ুন  জানেন দু'বছরে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের জন্য কত টাকা খরচ হয়েছে?

.