যুব বিশ্বকাপে ভারতীয় ফুটবলারদের বাবা-মায়েদের জন্য দারুণ উদ্যোগ
Updated By: Oct 3, 2017, 09:28 AM IST
ওয়েব ডেস্ক: যুব বিশ্বকাপে ভারতীয় দলের প্রায় সব সদস্যই দরিদ্র পরিবারের ছেলে। ভারতের গ্রুপ লিগের সব ম্যাচ দিল্লিতে হওয়ার জন্য অভিষেক, রহিমদের পরিবারের পক্ষে দিল্লি গিয়ে বাড়ির ছেলেদের ম্যাচ দেখা সম্ভব নয়। ছেলে খেলবে বিশ্বকাপ, বাবা মা দেখবেন না, এটা হয় নাকি! তাই অভিনব এবং প্রশংসা করার মতো উদ্যোগ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের।
আরও পড়ুন টি২০ সিরিজের দলে সূযোগ না পেয়ে কী বললেন অজিঙ্কা রাহানে?
ভারতীয় দলের ২১ জন সদস্যের বাবা মা-কে ম্যাচ দেখাতে ফেডারেশন নিজের খরচে বিমানে দিল্লি আনছে। অভিষেক, রহিমদের পরিবারের আর ছেলের বিশ্বকাপে খেলা দেখা আটকাবে না। তাঁরা ৬ সেপ্টেম্বর দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারত বনাম ইউ এস এ-এর ম্যাচ দেখবেন।
আরও পড়ুন অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপের টিকিট পাবেন কোথা থেকে জানুন