Romelu Lukaku, FIFA Qatar World Cup 2022: চোটে জর্জরিত রোমেলু লুকাকুকে রেখেই কাতার যাচ্ছে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়াম

কাতার বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বেলজিয়াম। রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলার সুযোগ না পেলেও আছেন প্লে-মেকার এডেন হ্যাজার্ড।

Updated By: Nov 11, 2022, 07:11 PM IST
Romelu Lukaku, FIFA Qatar World Cup 2022: চোটে জর্জরিত রোমেলু লুকাকুকে রেখেই কাতার যাচ্ছে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়াম
চোট পেলেও বিশ্বকাপ দলে রয়েছেন রোমেলু লুকাকু। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: হয়তো টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারবেন না রোমেলু লুকাকু (Romelu Lukaku) । তবে তাঁকে বাদ দিয়ে কাতার বিশ্বকাপে (FIFA Qatar World Cup 2022) যাওয়ার কথা ভাবতেই পারেননি রবের্তো মার্টিনেজে (Roberto Martinez)। ইন্টার মিলান স্ট্রাইকারকে নিয়েই বিশ্বকাপের দল গড়লেন বেলজিয়ামের কোচ।  

কাতার বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বেলজিয়াম। রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলার সুযোগ না পেলেও আছেন প্লে-মেকার এডেন হ্যাজার্ড। চলতি মরসুমের শুরু থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন লুকাকু। এই কারণে উয়েফা নেশন্স লিগের চলতি আসরে বেলজিয়ামের ছয়টি ম্যাচের পাঁচটিতে খেলতে পারেননি তিনি।

আরও পড়ুন: Sadio Mane, FA Qatar World Cup 2022: চোট পাওয়া সাদিও মানে-কে রেখেই দল গড়ল সেনেগাল, কেমন হল দল?

আরও পড়ুন: Pele, FIFA Qatar World Cup 2022: কার হাতে উঠবে সোনার বিশ্বকাপ? জানিয়ে দিলেন পেলে

চোট কাটিয়ে গত অক্টোবরে মাঠে ফেরার পর ইন্টারের হয়ে মাত্র দুই ম্যাচ খেলেই হ্যামস্ট্রিয়ের চোটে আবার ছিটকে যান লুকাকু। ফলে এটা এখনও নিশ্চিত নয় যে, বিশ্বকাপে কোন ম্যাচে বা আসরের কোন পর্যায়ে খেলার মতো অবস্থায় থাকবেন তিনি। 

দলের রিজার্ভ বেঞ্চে চারজন খেলোয়াড়কে রেখেছেন রবের্তো মার্টিনেজে। তাঁরা হলেন ব্রায়েন হেইনেন, আলেক্সিস সালেমাকেরস, দোদি লুকেবাকিয়ো, জেসন দিনায়ার। ২৬ জনের দলের কেউ যদি নিজেদের প্রথম ম্যাচের ২৪ ঘন্টা আগে ফিট না থাকেন, তাহলে এই চার জন থেকে বদলি নেওয়া যাবে। ‘এফ’ গ্রুপে বেলজিয়ামের প্রথম ম্যাচ আগামী ২৩ নভেম্বর, কানাডার বিপক্ষে। তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও মরক্কো।

বেলজিয়াম স্কোয়াড:

গোলরক্ষক: থিবো কুর্তোয়া (রিয়াল মাদ্রিদ), সিমোন মিনোলে (ক্লাব ব্রুজ), কুন কাসতিলস (ভলফসবুর্ক)

ডিফেন্ডার: ইয়ান ভার্টোনেন (আন্ডারলেখট), টবি আল্ডারভাইরেল্ড (রয়্যাল এন্টওয়ার্প), লিয়ান্দার দেন্দোনকার (অ্যাস্টন ভিলা), জিনো দেবাস্ত (আন্ডারলেখট), আর্থুর থিয়াটে (রেন), ভাউট ফাস (লেস্টার সিটি)

মিডফিল্ডার: হান্স ভানাকেন (ক্লাব ব্রুজ), অ্যালেক্স উইটসেল (আতলেতিকো মাদ্রিদ), ইউরি তিলেমান্স, আমাদু ওনানা, কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), ইয়ানিক কারাসকো (আতলেতিকো মাদ্রিদ), তোরগ্যান আজার (বরুশিয়া ডর্টমুন্ড), টিমোটি কাস্টানিয়া (লেস্টার সিটি), তমা মুনিয়ে (বরুশিয়া ডর্টমুন্ড)।

ফরোয়ার্ড: রোমেলু লুকাকু (ইন্টার মিলান), মিচি বাতসুয়াই (ফেনেরবাচ), লুইস ওপেন্দা (লঁস), চার্লস ডে কেটেলারে (এসি মিলান), এডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ), জেরেমি ডকু (রেন), ড্রিস মের্টেন্স (গালাতাসারায়), লিয়ান্দ্র ত্রোসার (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন)।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.