ভারতের ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর এবার পর্যালোচনায় বসল ফিফা ও এএফসি
ওয়েব ডেস্ক: আট দিনের সফর ও ভারতের কুড়িটারও বেশি ক্লাবের সঙ্গে আলোচনার পর এবার পর্যালোচনায় বসলেন ফিফা ও এএফসির কর্তারা। শুক্রবার নয়া দিল্লিতে আইএমজিআর ও ফেডারেশন সচিব, আই লিগ সিইওর সঙ্গে বৈঠক করেন তারা। জানা গিয়েছে নয়া লিগ নিয়ে আই লিগের বেশ কয়েকটা ক্লাবের প্রস্তাব বেশ মনে ধরেছে ফিফা ও এএফসির প্রতিনিধির। তারা ফিরে গিয়ে বিস্তারিতভাবে সেই নিয়ে আলোচনা করবেন। যুব বিশ্বকাপের সময় ফের আলোচনা হবে। প্রয়োজনে ফের ক্লাবের সঙ্গে বসতে পারে ফিফা ও এএফসি কর্তারা।
আরও পড়ুন বার্সেলোনা সমর্থকদের মুখে হাসি ফোটালেন সভাপতি জোসেপ বার্টোমিউ
নয়া লিগ নিয়ে ডেডলক ভাঙতে তিনটি বিকল্প প্রস্তাব দেওয়া হবে পারে ফিফার পক্ষ থেকে। তবে ফেডারেশনের মার্কেটিং পার্টনার এই প্রস্তাবগুলোর কোনটা মানবে বা আদৌও মানবে কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
আরও পড়ুন পিছিয়ে পড়েও জয় দিয়ে ইউরোপা লিগে অভিযান শুরু করল আর্সেনাল