ম্যানসিটিকে কটাক্ষ ম্যানইউ কোচের
রবিবার নতুন চ্যাম্পিয়ন পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। চুয়াল্লিশ বছর পর ইংলিশ লিগের খেতাব জিতেছে রবার্তো ম্যানচিনির ম্যাঞ্চেস্টার সিটি। লিগ খেতাব জয়ের জন্য ম্যানচিনির দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি কটাক্ষ করতেও ছাড়ছেন না ম্যান ইউ কোচ অ্যালেক্স ফার্গুসন।
রবিবার নতুন চ্যাম্পিয়ন পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। চুয়াল্লিশ বছর পর ইংলিশ লিগের খেতাব জিতেছে রবার্তো ম্যানচিনির ম্যাঞ্চেস্টার সিটি। লিগ খেতাব জয়ের জন্য ম্যানচিনির দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি কটাক্ষ করতেও ছাড়ছেন না ম্যান ইউ কোচ অ্যালেক্স ফার্গুসন।
শেষ ম্যাচে রুনির গোলে সান্ডারল্যান্ডকে হারালেও, গোলপার্থক্যে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় রেড ডেভিলদের। ম্যাচের শেষে ফার্গুসন বলেন, ম্যান সিটির ইপিএল খেতাব জেতা দুরন্ত কৃতিত্ব। তবে ঐতিহ্য আর ট্র্যাডিশনের দিক থেকে ম্যান ইউয়ের থেকে একশো বছর পিছিয়ে থাকবে ম্যান সিটি। ইপিএলের সবচেয়ে অভিজ্ঞ ম্যানেজারের কটাক্ষকে অবশ্য গায়ে মাখতে নারাজ ইতিহাস তৈরি করা রবার্তো ম্যানচিনি। তাঁর মতে, যোগ্য দল হিসাবেই ইপিএলে চ্যাম্পিয়ন হয়েছেন তারা। এবারের লিগে দুবার রুনিদের হারিয়েছেন তারা। খেতাব জয় সমর্থকদের উৎসর্গ করছেন ম্যানচিনি। ম্যান সিটির ম্যানেজার বলছেন, আসলে ফুটবলের জয় হয়েছে। তার কেরিয়ারে এরকম উত্তেজক দিন এর আগে আসেনি বলেও জানাচ্ছেন ম্যানচিনি।