ফেনারবাচের টিম বাস আক্রান্ত, গুলিবিদ্ধ চালক

Updated By: Apr 5, 2015, 09:10 AM IST
ফেনারবাচের টিম বাস আক্রান্ত, গুলিবিদ্ধ চালক

 

ওয়েব ডেস্ক: রক্তাক্ত তুরস্কের ফুটবল। দেশের সুপার লিগের ম্যাচে রিজেপর ক্লাবকে ৫-১ গোলে হারিয়ে খেলা শেষে ফেরার পথে আক্রান্ত হল ফেনারবাচের টিম বাস। টিম বাসের সামনে এসে পড়ে একদল দুষ্কতি। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বন্দুকবাজরা।  গুলির আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন টিম বাসের চালক। তবে দলের ফুটবলাররা অক্ষতই থাকেন। এই ঘটনার নিন্দা করেছে ফিফা। তদন্ত শুরু করেছে তুরস্ক সরকার। এই ম্যাচ জিতে আবা তুরস্কের সুপার লিগে গালাতাসারে টপকে শীর্ষে যায় ফেনারবাচে।

টিম বাস লক্ষ্য করে গুলি চালানোর পিছনে ফুটবল গুন্ডাদের হাত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আরও বেশি করে এই সম্ভাবনার কথা ভাবা হচ্ছে কারণ তুরস্কের ফুটবল গুন্ডামি গোটা বিশ্বের কাছে দারুণভাবে পরিচিত। মাঠে সমর্থকদের মধ্যে হাতহাতি গুলি, বাজির লড়াইতে গিয়ে পৌঁছায় অনেক সময়। তুরস্কের গালাতাসারের আমি সামি ইয়ান স্টেডিয়ামকে এই কারণেই ডাকা হয় নরকের মাঠ হিসাবে।   

 

ইস্তানবুল বিমানবন্দরে ফেরার পর ফেনারবাচের ফুটবলারদের নিয়ে আবেগে উচ্ছ্বাস জানাতে থাকেন সমর্থকরা। গোটা দেশ এখন এই কাণ্ডে উত্তাল।

.