দলে ফিরে খুব ভালো লাগছে: জশপ্রীত বুমরাহ

বুমরাহ নিজে অবশ্য দ্রুত মাঠে ফিরতে চাইছেন।  

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 18, 2019, 01:57 PM IST
দলে ফিরে খুব ভালো লাগছে: জশপ্রীত বুমরাহ

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার ভারতীয় দলের সঙ্গে নেটে বল করেন চোট সারিয়ে ফেরা জশপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ড সিরিজের আগে ম্যাচ ফিট হওয়াই লক্ষ্য ভারতের এক নম্বর বোলারের।

বিশ্বকাপের পর ক্যারিবিয়ান সফরে টেস্টে সিরিজে খেলেছিলেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ। তার পরেই লোয়ার স্ট্রেস ফ্যাকচার ধরা পড়ে বুমরাহর। ফলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলেননি। বাংলাদেশ,ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেও খেলেননি।  তবে ভাইজাগে মঙ্গলবার টিম ইন্ডিয়ার অনুশীলনে হাজির হন তিনি। অনুশীলন শেষে তিনি টুইটে পোস্ট করেন, " দলে ফিরে খুব ভালো লাগছে।"

সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরে নিউ জিল্যান্ড সফরে ফের মাঠে ফিরতে পারেন জশপ্রীত বুমরাহ। বুমরাহ নিজে অবশ্য দ্রুত মাঠে ফিরতে চাইছেন।  

আরও পড়ুন - IPL 2020 Auction: নিলামের আগে কী বললেন কলকাতার কোচ ম্যাককালাম, জেনে নিন

.